কলকাতা, 21 অক্টোবর : বৃহস্পতিবার 3 শতাংশ বেড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট মহার্ঘ ভাতা (Dearness Allowance- DA)-র হার দাঁড়াল 31 শতাংশ ৷ কিন্তু, রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এখনও সেই 3 শতাংশতেই থমকে রয়েছে ৷ অর্থাৎ, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার তফাত বেড়ে দাঁড়িয়েছে 28 শতাংশ ৷
আর মহার্ঘ ভাতার এই আকাশ-পাতাল তফাতের কারণে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মচারীদের মধ্যে ৷ বামপন্থী রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শংকর সিংহ’র মতে, ‘‘ষষ্ঠ বেতন কমিশন দীর্ঘ টালবাহানার শেষে লাগু হওয়ার পরেও, রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার সঙ্গে কেন্দ্রের কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার তফাত বেড়ে গিয়ে আজকের 28 শতাংশে পৌঁছেছে ৷
আরও পড়ুন : Dearness Allowance : কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর, বাড়ল মহার্ঘ ভাতা