পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

টেকনিশিয়ান স্টুডিয়োর বাস থেকে উদ্ধার চালকের দেহ - kolkata

মৃত গৌরি শংকর দাস ( 55) বহুদিন ধরেই টেকনিশিয়ান স্টুডিয়োয় বাস চালাচ্ছেন ৷ গত দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। আজ দুপুরে উদ্ধার হয় তাঁর দেহ ৷

kolkata
কলকাতা

By

Published : May 11, 2020, 6:53 PM IST

কলকাতা, 11 মে: দুদিন ধরে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার টেকনিশিয়ান স্টুডিয়োর রাখা একটি বাস থেকে ৷ আজ দুপুরে দেহটি উদ্ধার করে রিজেন্ট পার্ক থানার পুলিশ ৷ ময়নাতদন্ত চলছে চালকের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ।

মৃতের নাম গৌরিশংকর দাস ( 55) ৷ ওই ব্যক্তি বহুদিন ধরেই টেকনিশিয়ান স্টুডিয়োয় বাস চালাচ্ছেন। বাড়ি গড়ফা এলাকায়। গত দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। আজ দুপুরে বাস থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় স্টুডিয়োয় কর্মরত নিরাপত্তারক্ষীর। তারপরেই তিনি সেখানে যান ৷ দেখতে পান গৌরিশংকর বাবু বেঁহুশ হয়ে পড়ে রয়েছেন বাসের মধ্যে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দেহটিকে উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক অনুমান, দুদিন আগে মৃত্যু হয়েছে তাঁর। কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে । তবে , শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details