পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Allegations Against Madan Mitra : সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মদন মিত্রের পুত্রবধূ, শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ - Daughter in law of Madan Mitra alleges domestic violence against her in law family

"আমাকে বাঁচান। আমি বাঁচতে চাই।" এই মর্মে ফেসবুক লাইভে এসে কাতর আর্জি মদনের পুত্রবধূর (Daughter in law of Madan Mitra alleges domestic violence against her in law family) ৷ শনিবার ফেসবুক লাইভে এসে স্বাতী রায় জানান, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বড় ছেলের সঙ্গে 2014 সালে ধুমধাম করে বিয়ে হলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলায় ৷

Allegations Against Madan Mitra
সোশ্য়াল মিডিয়ায় বিস্ফোরক মদন মিত্রের পুত্রবধূ, শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ

By

Published : Jan 15, 2022, 10:57 PM IST

Updated : Jan 16, 2022, 10:53 AM IST

কলকাতা, 15 জানুয়ারি : গার্হস্থ্য হিংসায় নাম জড়াল তৃণমূল বিধায়ক তথা বঙ্গের 'কালারফুল' রাজনীতিবিদ মদন মিত্রের পরিবারের ৷ এ ব্যাপারে বিচার চেয়ে সোশ্যাল মাধ্যমে দৃষ্টিপাত করলেন মদন মিত্রের পুত্রবধূ স্বাতী রায় ৷ "আমাকে বাঁচান। আমি বাঁচতে চাই।" এই মর্মে ফেসবুক লাইভে এসে কাতর আর্জি মদনের পুত্রবধূর (Daughter in law of Madan Mitra alleges domestic violence against her in law family) ৷

শনিবার ফেসবুক লাইভে এসে নাম না করে স্বাতী রায় জানান, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বড় ছেলের সঙ্গে 2014 সালে ধুমধাম করে বিয়ে হলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলায় ৷ তাঁর অভিযোগ, "বিয়ের পর আমি জানতে পারি আমার স্বামী একজন সাইকোপ্যাথ ৷ মুঠো মুঠো ঘুমের ওষুধ খেত এবং মদ্যপান করত ৷ আমার গায়েও হাত তুলত ৷ শ্বশুর-শাশুড়ি আমাকে মারধরের হাত থেকে বাঁচালেও কোনও লাভ হয়নি ৷ বিচার চেয়েও আমি বিচার পাইনি ৷"

অভিযোগের শেষ এখানেই নয় ৷ 2019 তাঁকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ারও অভিযোগ এনেছেন স্বাতী ৷ তিনি দিদির বাড়িতে থাকা শুরু করলে তাঁর উপর বিভিন্নভাবে আক্রমণের চেষ্টা হয় বলেও ফেসবুকে জানান মদন মিত্রের বৌমা ৷ ঘটনায় আত্মহত্যারও চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন স্বাতী ৷ স্বামীর পাশাপাশি শ্বশুরমশাইয়েরও এ বিষয়ে ইন্ধন রয়েছে ৷ তাই বিচার পেতে ফেসবুকের দ্বারস্থ হন তিনি ৷

আরও পড়ুন : Madan Mitra In Web Film : 'কালারফুল' মদনের ওয়েবে পা, সেরে ফেললেন ডাবিং

তবে সংবাদমাধ্যমে পুত্রবধূর অভিযোগ নস্যাৎ করেছেন কামারহাটির বিধায়ক ৷ তাঁর কথায়, ঘটনাটা দুর্ভাগ্যজনক ৷ তবে এটা সম্পূর্ণ আমার ছেলের ব্যাপার ৷ এ বিষয়ে খোঁজখবর রাখি না ৷ ভারতে আইনের ঊর্ধ্বে কেউ নয় ৷"

Last Updated : Jan 16, 2022, 10:53 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details