কলকাতা, 29 এপ্রিল : গ্লোবাল টেন্ডারের মাধ্যমে 2019 সালে চিনের ডালিয়ান শহর থেকে জাহাজে করে কলকাতায় আসে একটি প্রোটোটাইপ রেক । 2020 সালে লকডাউন শুরুর সময় সেই রেকটিকে পরীক্ষামূলক ভাবে চালানো হয় । তবে বেশ কয়েকটি যান্ত্রিক ত্রুটি দেখা যায় তাতে । কিন্তু করোনা পরিস্থিতিতে পরীক্ষা অসম্পূর্ণ রেখে চিনা সংস্থার আধিকারিকেরা দেশে ফিরে যান । এরপর একটা দীর্ঘ সময় কেটে গিয়েছে । রেকটির পরীক্ষা বা ট্রায়াল রান করা হয়নি । এর ফলে প্রোটোটাইপ রেকটিতে আর কী কী সংস্কার করার বা যোগ করার প্রয়োজন, তাও জানা যায়নি (Dalian Metro Rail Rake testing starts in Kolkata) ।
কলকাতা মেট্রোরেল সূত্রে খবর, রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন-এর (Research Design and Standards Organization, RDSO) আধিকারিকরা, মেট্রোরেলের আধিকারিক এবং চিনা সংস্থার আধিকারিকেরা বর্তমানে শহরে । ফের শুরু হয়েছে প্রোটোটাইপ রেকটির পরীক্ষা-নিরীক্ষা । মেট্রোর যাত্রী পরিষেবা শেষ হওয়ার পরে রাতের দিকে নিয়মিত চলছে পরীক্ষামূলক দৌড় । ধাপে ধাপে শুরু হবে অসিলিয়েশন (oscillation test) পরীক্ষাও । এছাড়া যাত্রী স্বচ্ছন্দ ও সুরক্ষার দিকগুলোও খতিয়ে দেখে রিপোর্ট পাঠানো হবে আরডিএসও-তে । এরপর চূড়ান্ত ছাড়পত্র মিললে দেশে আনা হবে বাকি 13টি ডালিয়ান রেক ।