পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির, কোরোনামুক্ত বিশ্বের প্রার্থনা ভক্তদের

কোরোনা সংক্রমণের হাত থেকে বাঁচার নিয়ম মেনেই আজ থেকে খুলল দক্ষিণেশ্বর মন্দির ৷ সকাল থেকেই ভিড় পুণ্যার্থীদের ৷

dakshineswar
খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির, কোরোনা মুক্ত বিশ্বের প্রার্থনা ভক্তকুলের

By

Published : Jun 13, 2020, 12:47 PM IST

Updated : Jun 13, 2020, 1:57 PM IST

কলকাতা, 13 জুন: মেঘলা আকাশ ৷ ঝিরেঝিরে বৃষ্টি ৷ তবুও আটকানো যায়নি ভক্তদের ৷ আজ থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হয় দক্ষিণেশ্বর মন্দির । সকাল থেকেই তাই মাস্ক পরে ,সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে মা ভবতারিণীর দর্শন ৷ প্রায় 82 দিন বাদে ভক্তরা পেল মায়ের পুজোর অনুমতি ।

দক্ষিণেশ্বর মন্দিরে কোরোনা সংক্রমণ রুখতে কী কী নিয়ম মেনে পুজো দিতে হচ্ছে ? দেখুন ভিডিয়োয়..

সকাল থেকে ব্যস্ত দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ ৷ সামাজিক দূরত্ব বজায় রেখে জারি হয়েছে বিশেষ নিরাপত্তা ৷ মন্দির চত্বরে কেটে দেওয়া হচ্ছে গণ্ডিও । মন্দিরের মূল প্রবেশপথে ঢুকলেই করা হচ্ছে থার্মাল স্ক্রিনিং। যে সকল ভক্তরা স্কাইওয়াক দিয়ে আসছে, তাদের জন্য সেখানেই করা হচ্ছে থার্মাল টেস্ট । মন্দির কর্তৃপক্ষের তরফে মূল মন্দিরে ঢোকার আগে বসানো হয়েছে জীবাণুনাশক ট্যানেল । আজ থেকে প্রতিদিন সকাল 7 টা থেকে 10 টা পর্যন্ত এবং বিকেলে সাড়ে 3 থেকে 6 টা পর্যন্ত মন্দির খোলা থাকবে । মূল মন্দির বন্ধ হওয়ার 20 মিনিটের মধ্যে সিংহদুয়ার বন্ধ করে দেওয়া হবে । ওই সময়ের পরে মন্দির চত্বরে কারও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে । মন্দিরে শুধুমাত্র পুজো দেওয়ার প্রসাদ নিয়ে যাওয়া যাবে । ফুল,ধূপ,সিঁদুর নিয়ে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ।

নিষিদ্ধ হয়েছে দেবালয়ের অন্য মন্দির কিংবা শ্রীরামকৃষ্ণদেবের শয়নকক্ষে প্রবেশ এবং অবস্থান । ফলে শুধুমাত্র ভবতারিণী মায়ের দর্শন এবং পুজো দিয়ে চটজলদি বেরিয়ে যেতে হয়েছে পুণ্যার্থীদের । এমন কী দক্ষিণেশ্বরের ঐতিহ্য হিংয়ের কচুরি দোকানগুলিতে দেওয়া হয়নি রয়েছে বসে খাওয়ার অনুমতি । তবে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ৷

Last Updated : Jun 13, 2020, 1:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details