পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যে 1300-র ঘরে করোনা, কমল মৃত্যুও - করোনা ট্র্যাকার

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 19 হাজার 280 জন ৷ মোট মৃত্যু হয়েছে 17 হাজার 779 জনের ৷ অন্যদিকে সুস্থ হয়েছেন 14 লাখ 67 হাজার 038 জন ৷ বর্তমানে রাজ্যে সুস্থতার হার 97.54 শতাংশ ৷

s
s

By

Published : Jul 3, 2021, 7:45 PM IST

কলকাতা, 1 জুলাই : আরও কিছুটা কমল রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷ গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 1 হাজার 422 ৷ আজ তা কমে হয়েছে 1 হাজার 391 ৷ কমেছে মৃত্যুও ৷ একদিনে মৃত্যু হয়েছে 21 জনের ৷ গতকাল যা ছিল 27 ৷

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 19 হাজার 280 জন ৷ মোট মৃত্যু হয়েছে 17 হাজার 779 জনের ৷ অন্যদিকে সুস্থ হয়েছেন 14 লাখ 67 হাজার 038 জন ৷ বর্তমানে রাজ্যে সুস্থতার হার 97.54 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে 52 হাজার 761টি ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট 1 কোটি 43 লাখ 77 হাজার 754টি নমুনা পরীক্ষা হয়েছে ৷

আরও পড়ুন: স্বাস্থ্যকর্মীদের সরিয়ে ভ্যাকসিন দিলেন আসানসোলের পুর প্রশাসক

জেলাগুলির মধ্যে আগের মতোই আক্রান্তের সংখ্যা বেশি উত্তর 24 পরগনায় ৷ তবে সেখানে গতকালের তুলনায় আক্রান্ত কমেছে ৷ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 142 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 158 ৷ মৃত্যু হয়েছে 6 জনের ৷ অন্যদিকে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন 128 জন ৷ মৃত্যু হয়েছে 5 জনের ৷ জেলাগুলির মধ্যে পুরুলিয়ায় আক্রান্ত সংখ্যা সবচেয়ে কম ৷ সেখানে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 3 জন ৷

ABOUT THE AUTHOR

...view details