কলকাতা, 28 জুন: ভর সন্ধ্যায় খাস কলকাতায় ডাকাতি (Kolkata Dacoity)। সোনার দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার সাতটি সোনার বিস্কুট নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী । তবে শেষ রক্ষা হয়নি । গতকাল রাতেই তাদের গ্রেফতার করেছে পুলিশ ।
সোমবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে গিরীশ পার্ক থানা এলাকার একটি সোনার দোকানে । এই ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের নাম নীতীশ রায় এবং নীতিন রায় । পুলিশ সূত্রে খবর, তারা সংশ্লিষ্ট দোকানের কর্মী ছিল। বড়ভাই নীতীশ রায় ভাইকে দিয়ে ডাকাতির গোটা পরিকল্পনা করে । তাদের জিজ্ঞাসাবাদ করে দমদম এলাকার একটি ক্লাবের সামনে থেকে উদ্ধার হয়েছে ডাকাতি হওয়া সোনার বিস্কুটগুলি (Dacoity in Kolkata Jewellery shop)।
জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় আচমকাই এক ব্যক্তি মুখে রুমাল বেঁধে গিরীশ পার্কে ওই সোনার দোকানে ঢোকে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকান থেকে সাতটি সোনার বিস্কুট নিয়ে পালায় । সঙ্গে সঙ্গে গিরীশ পার্ক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক । এরপরেই তদন্ত নেমে এলাকার সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে তদন্ত এগোতে থাকেন আধিকারিকরা (Kolkata Dacoity)।
আরও পড়ুন:Bowbazar Robbery : বউবাজারে ডাকাতি, তদন্তে গুন্ডা দমন শাখা
কিন্তু জানা যায় যে, ঘটনার দিন নীতীশ এবং নীতিন দুজনেই ওই দোকানে ছিল না । তারা ছুটি নিয়েছিল । এতেই সন্দেহ হয় তদন্তকারীদের । এরপরই দমদমে অভিযুক্তদের বাড়িতে রাতে তল্লাশি অভিযান চালান কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা । সেখান থেকে দুই ভাইকে আটক করে পুলিশ । প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তারা গোটা ঘটনাটি স্বীকার করে নেয় এবং লুট করা সোনার বিস্কুট কোথায় রেখেছে সেটাও বলে দেয় পুলিশকে । এরপর এলাকার একটি ক্লাবের পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয় সোনার বিস্কুটগুলি ৷ সেগুলি নিয়ে আসা হয় গিরীশ পার্ক থানায় ।