কলকাতা, 13 পেব্রুয়ারি : DA প্রদানের সময় রাজ্যের টাকা নেই, এই যুক্তি হাস্যকর ৷ আজ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (SAT)- এ একথা বললেন রাজ্য সরকারী কর্মচারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য ৷ 27 ফেব্রুয়ারি তাঁর বক্তব্যের বিরোধিতা করবে রাজ্য ৷ গত ডিসেম্বরে DA সংক্রান্ত মামলায় হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল রাজ্য ৷
DA-র টাকা নেই, রাজ্যের এই যুক্তি হাস্যকর : বিকাশ ভট্টাচার্য - calcutta high court
DA সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার বলে আগেই জানিয়েছিল হাইকোর্ট ৷ এবার SAT-এ রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে আইনজীবী বিকাশ ভট্টাচার্য রাজ্যের DA দেওয়ার টাকা নেই যুক্তিকে হাস্যকর বললেন ৷ আজ হাইকোর্টে DA সংক্রান্ত মামলার শুনানি ছিল ৷ পরবর্তী শুনানি 27 ফেব্রুয়ারি ৷
কর্মচারীদের DA দেওয়ার সময় রাজ্য যদি বলে টাকা নেই, তাহলে সেই যুক্তি হাস্যকর ৷ আজ SAT-এ শুনানিতে বললেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য ৷ হাইকোর্ট আগেই জানিয়েছিল, DA রাজ্য কর্মচারীদের আইন সঙ্গত অধিকার ৷ গত বছর 26 জুলাই SAT-এ বিচারপতি রঞ্জিত কুমার বাগ এবং সুবেশ কুমার দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন, ষষ্ঠ বেতন কমিশন অথবা আগামী এক বছর যেটি, আগে হবে তার মধ্যে 2019 সালের এপ্রিল থেকে বকেয়া মহার্ঘ ভাতা বা DA সরকারি কর্মচারীদের মিটিয়ে দিতে হবে ৷ কেন্দ্রীয় হারে DA দেওয়ার নির্দেশ দিয়েছিল SAT ৷ এরপর গত ডিসেম্বরে হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার ৷ সেই মামলা বিচারাধীন ৷ আগামী 27 ফেব্রুয়ারি SAT-এ আইনজীবী বিকাশ ভট্টাচার্যের বক্তব্যের বিরোধিতা করবেন রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত ৷