কলকাতা, 8 নভেম্বর : এই মুহূর্তে পূর্ব-মধ্য ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল ৷ ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে । ঘূর্ণিঝড় বুলবুল-এর অভিমুখ রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে । এই মুহূর্তে কলকাতা থেকে 600 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় । বাংলাদেশ উপকূল থেকে রয়েছে 400 কিলোমিটার দক্ষিণে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় বুলবুল আরও ঘণীভূত হয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে ।
গতি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল - Cylone bulbul speed
ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামীকাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনাতে। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 10 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনাতে । নদিয়া, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।
ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামীকাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনাতে। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 10 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনাতে । নদিয়া, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।
সমুদ্র উত্তাল থাকবে আগামী তিনদিন । হাওয়ার গতিবেগ থাকবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টা । আগামীকাল হাওয়ার গতিবেগ বেড়ে 55 থেকে 65 কিলোমিটার প্রতি ঘণ্টা হবে । আগামীকাল রাতে হাওয়ার গতিবেগ বেড়ে হবে 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘণ্টা । মৎস্যজীবীদের জন্য সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর । আগামী তিনদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের । সমুদ্রে জলোচ্ছ্বাস হবে । দিঘা মন্দারমনি সহ সমস্ত সমুদ্র সৈকতে নজরদারি চালানো হচ্ছে । পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । সমুদ্রে বিনোদনমূলক সমস্ত কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।