কলকাতা, 3 ডিসেম্বর: অতি গভীর নিম্নচাপ আজ সকালে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে জাওয়াদ (Cyclone Jawad) ৷ এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে রয়েছে। সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর ৷
বিশাখাপত্তনম থেকে 420 কিলোমিটার এবং ওড়িশার গোপালপুর থেকে 530 কিলোমিটার ও পারাদ্বীপ থেকে 650 কিলোমিটার দূরে রয়েছে ৷ এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ৷ এরপর আরও শক্তি বাড়াবে ৷ 4 ডিসেম্বর সকালে অন্ধ্রপ্রদেশ (Cyclonic Storm may Hit Andhra Pradesh) ও ওড়িশা উপকূলের কাছে পৌঁছবে ৷ এরপর উত্তর-উত্তরপূর্ব দিকে এগোবে ওড়িশা উপকূল বরাবর ৷ 5 তারিখ দুপুরে পুরীর কাছে যাবে ৷ তারপর, উত্তর-পূর্ব দিকে গিয়ে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসবে ৷ জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷
জাওয়াদের প্রভাবে 4, 5 এবং 6 ডিসেম্বর বৃষ্টি হবে। 4 তারিখ উপকূলে সব জেলাতেই বৃষ্টিপাত হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুরে। দুই 24 পরগনা ঝাড়গ্রাম ও হাওড়াতে শুধু ভারী বৃষ্টি হবে। 5 ডিসেম্বর বৃষ্টি বাড়বে 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায় ৷ পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। 6 ডিসেম্বর বাংলাদেশ লাগোয়া নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টি হবে।
সতর্কতা আলিপুর হাওয়া অফিসের আরও পড়ুন: শনিবারই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় জাওয়াদ, প্রভাব বাংলাতেও
4 ডিসেম্বর থেকে 45 থেকে 55 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় হাওয়া বইবে। বিকেলে ধীরে ধীরে এই গতিবেগ বাড়বে। 5 তারিখ নাগাদ 60 থেকে 70 কিলোমিটার হাওয়ার গতি হবে ৷ 6 তারিখ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে। 6 তারিখ কলকাতা-সহ হাওড়া, হুগলিতে 30 কিলোমিটার বেগে হাওয়া বইবে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে 3-5 ডিসেম্বর পর্যন্ত।