পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Weather Forecast : বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, মহালয়ায় কলকাতা-সহ উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা - Cyclone forms in the Bay of Bengal

ফের বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ৷ তার প্রভাবে কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া অফিস ৷ তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ৷ আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা বাড়বে ৷ অস্বস্তিকর গরম অনুভূত হবে ।

Weather Forecast
Weather Forecast

By

Published : Oct 6, 2021, 8:31 AM IST

কলকাতা, 6 অক্টোবর : মহালয়ার দিন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা । বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ তার প্রভাবেই পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাতাস প্রবেশ করছে । এর ফলে উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কলকাতাতেও দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।

আজ মহালয়া । আর আজ থেকেই শুরু হল বর্ষা-বিদায় পালা ৷ উত্তর-পশ্চিম ভারতেও এদিন থেকেই ধাপে ধাপে বিদায় নিতে শুরু করবে মৌসুমী বায়ু । পশ্চিম রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কিছু অংশ থেকে বর্ষার বিদায় পর্ব শুরু হয়েছে । আমাদের রাজ্যে বর্ষা-বিদায় হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে । মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে পারে ।

বুধবার দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে । দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উপকূলের দুই জেলা দক্ষিণ ও উত্তর 24 পরগনা এবং নদিয়া ও মুর্শিদাবাদে খানিক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আগামী 24 ঘণ্টায় কলকাতা আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে ।

গত 24 ঘণ্টায় কলকাতায় গরম বেড়েছে ৷ আগামী 24 ঘণ্টার তাপমাত্রাও ঊর্ধ্বমুখী থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 0.4 মিলিমিটার ।

আরও পড়ুন : Ghatal Flood : মা দুর্গার কাছে এর স্থায়ী সমাধান চাইব, সস্ত্রীক বন্যা পরিস্থিতি পরিদর্শন করে বললেন সুব্রত

ABOUT THE AUTHOR

...view details