কলকাতা, 15 জুন : লকডাউনের জেরে সাইকেলের বিক্রি বেড়েছে কলকাতায় । সরকারি বাস ও বেসরকারি বাস পথে নামলেও সংখ্যায় তা অনেকটাই কম । তাই কোথাও কোথাও শিকেয় উঠেছে সামাজিক দূরত্ব । এই পরিস্থিতিতে কোরোনা সংক্রমণ তেকে বাঁচতে সাইকেলেই ভরসা রাখছেন অনেকে ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পুলিশকে নির্দেশ দিয়েছেন, যাতে সাইকেল আরোহীদের বেশিরভাগ রাস্তায় প্রবেশাধিকার দেওয়া হয় । তবে সাইকেল আরোহীদের একটি সংগঠনের দাবি ছিল, বেশ কয়েকটি রাস্তাকে শুধুমাত্র সাইকেলের জন্যই নির্ধারিত করে দিতে হবে ।
শেষ দু'মাসে অর্থাৎ লকডাউন চলাকালীন সময়ে প্রায় তিনগুণ বেড়েছে সাইকেলের চাহিদা । অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত এক একটি সাইকেলের বাজারদর 8000-15000 টাকা । এধরনের সাইকেলগুলিরও চাহিদা বেড়েছে । সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে এক সাইকেল প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, লকডাউনের সময় প্রায় দ্বিগুণ হয়েছে সাইকেলের বিক্রি । ওই সংস্থার সব ডিলারের থেকেই একইরকম খবর পাওয়া গেছে ।