কলকাতা, 11 জুলাই: শহরে ফের সাইবার প্রতারণা । প্রতারণা করতে এ বার প্রতারকরা সেজেছিল সিআইএসএফ কর্মী (Fraudster impersonating as CISF)।
পুলিশ সূত্রে খবর, বেলেঘাটার শুভাশিস চট্টোপাধ্যায় তাঁর ফ্ল্যাট ভাড়া দেবেন বলে সম্প্রতি একটি বিজ্ঞাপন দেন (CISF jawan dupes man)। অভিযোগ, সেই বিজ্ঞাপন দেখে এক ব্যক্তি ফোন করে শুভাশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন এবং নিজেকে সিআইএসএফ জওয়ান বলে পরিচয় দেন । ওই ব্যক্তি ফ্ল্যাটটি ভাড়া নেবেন বলে জানান । পাশাপাশি তিনি বলেন, কলকাতা বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে তিনি নিয়োজিত ৷ ফলে কলকাতা লাগোয়া একটি ফ্ল্যাট তিনি দীর্ঘদিন ধরেই চাইছিলেন । এরপর তিনি বলেন, ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য অগ্রিম টাকা তিনি মোবাইল ওয়ালেটের মাধ্যমে পাঠাবেন (Kolkata crime news)।
পুলিশ শুভাশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, ওই ব্যক্তি নিজেকে সিআইএসএফ কর্মী বলে পরিচয় দিয়ে জানিয়েছিলেন, যেহেতু তিনি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, ফলে তিনি সরাসরি টাকা দিতে পারবেন না ৷ মোবাইল ওয়ালেটের মাধ্যমেই তিনি টাকা দেবেন । অ্যাকাউন্টস বিভাগের এক কর্মীর সঙ্গে তিনি শুভাশিসের পরিচয় করিয়ে দেন । অভিযোগ, তিনি শুভাশিসকে বলেন, যত টাকা ঘর ভাড়া সেই অংকের টাকা শুভাশিসকে ওয়ালেটের মাধ্যমে ওই অ্যাকাউন্টে পাঠাতে হবে । তারপরেই সেই সমপরিমাণ টাকা বাড়িওয়ালার অ্যাকাউন্টে রিফান্ড হিসেবে পাঠিয়ে দেওয়া হবে সিআইএসএফের তরফে ।