কলকাতা, 13 ফেব্রুয়ারি : কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে বাধা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষকে । কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে একটি সভার আয়োজন করেছিল SFI-এর কলকাতা শাখা । সেই সভায় বক্তব্য রাখার কথা ছিল ঐশীর । কিন্তু আজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হল না তাঁকে । বন্ধ করে রাখা ছিল বিশ্ববিদ্যালয়ের সবক'টি গেট ।
ঐশী ঘোষকে কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে বাধা - SFI
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হল না ঐশীকে । ক্যাম্পাসের ভিতরে বহিরাগত কারও রাজনৈতিক সভা করা প্রথাবিরুদ্ধ । এই যুক্তিতেই ঐশীকে আটকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
বিশ্ববিদ্যালয়ের বন্ধ গেটের বাইরেই সভা করতে বাধ্য হয় SFI কলকাতা শাখা । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কর্তৃপক্ষের জবাব, ক্যাম্পাসের ভিতরে বহিরাগত কারও রাজনৈতিক সভা করা প্রথাবিরুদ্ধ । তাই ঐশী ঘোষকে সভা করার অনুমতি দেওয়া হয়নি ।
বিশ্ববিদ্যালয়ের অনুমতি না থাকা সত্ত্বেও সভা করতে ক্যাম্পাসের বাইরে পৌঁছে যান ঐশী । কিন্তু ঐশী ক্যাম্পাসের ঢোকার আগেই বন্ধ করে দেওয়া হয় ক্যাম্পাসের সবক'টি গেট । এরপরই বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরেই ব্যানার টাঙিয়ে সভা করে SFI-এর কলকাতা শাখা । সেখানেই বক্তব্য রাখেন ঐশী ঘোষ ।