পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আইডি অ্যান্ড বিজি হাসপাতালে চালু সিটি স্ক্যান পরিষেবা - ID&BG Hospital launched CT scan

হাসপাতাল সূত্রে খবর, যে সিটি স্ক্যান মেশিনটির পরিষেবা চালু হয়েছে এই হাসপাতালে, সেই মেশিনটি এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে যাওয়ার কথা ছিল । তবে, এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ সাহায্য করার কারণে এই সিটি স্ক্যান মেশিনটি বেলেঘাটার এই হাসপাতালে বসানো সম্ভব হয়েছে ।

ছবি
ছবি

By

Published : Jan 16, 2021, 9:48 AM IST

কলকাতা, 16 জানুয়ারি : কোরোনার চিকিৎসার জন্য রাজ্যের প্রথম হাসপাতাল হওয়া সত্ত্বেও কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (আইডি অ্যান্ড বিজি) হাসপাতালে এতদিন ছিল না সিটি স্ক্যানের পরিষেবা । অবশেষে, এই পরিষেবা চালু হল এখানে । এর ফলে, সিটি স্ক্যান করানোর জন্য এই হাসপাতালে ভরতি থাকা কোভিড-19 রোগীদের এখন থেকে আর নিয়ে যেতে হবে না অন্য হাসপাতালে ।

আরও পড়ুন :ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় দেশ, প্রস্তুত রাজ্যের 204টি সেন্টার

এই বিষয়ে আইডি অ্যান্ড বিজি হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল আশিস মান্না বলেন, "আশা করছি, শুধুমাত্র কোরোনা রোগী নয়, অন্য রোগীরাও এই সিটি স্ক্যানের পরিষেবায় উপকৃত হবেন ।"

বৃহস্পতিবার থেকে সিটি স্ক্যানের পরিষেবা চালু হয়েছে বেলেঘাটার এই হাসপাতালে । প্রথম দিন দুই জন কোরোনা রোগীর সিটি স্ক্যান করানো হয়েছে । যদিও তাঁদের চিকিৎসার সময় সিটি স্ক্যান করে ফুসফুসের অবস্থা দেখে নেওয়া হয়েছিল । হাসপাতালে কোভিড-19-এর চিকিৎসা শুরু হওয়ার পর থেকে সিটি স্ক্যানের প্রয়োজনীয়তা আরও বেশি করে দেখা দেয় । কিন্তু, এই হাসপাতালে সিটি স্ক্যানের পরিষেবা না থাকার কারণে এখানকার কোরোনা রোগীদের সিটি স্ক্যান এতদিন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে করিয়ে আনা হতো । যদিও এই হাসপাতালে সিটি স্ক্যান এবং এমআরআই পরিষেবা চালুর জন্য অনেকদিন আগেই পরিকল্পনা নেওয়া হয়েছিল, তবে তখন কোরোনা পরিস্থিতি দেখা দেয়নি । সেই সময় পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেলে বেলেঘাটার এই হাসপাতালে সিটি স্ক্যান এবং এমআরআই পরিষেবার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এদিকে, কোভিড-19-এর অতিমারি শুরু হয়ে যাওয়ার পরে, কোভিড-19 রোগীদের সিটি স্ক্যান করানোর বিষয়টি গুরুত্বপূর্ণ হিসাবে দেখা দেয় । এর পরে স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নেয় যে, পিপিপি মডেলে নয়, সিটি স্ক্যানের পরিষেবা সরকার নিজেই চালু করবে ।

আরও পড়ুন :কোরোনাকে হারিয়ে বাজিমাত করতে তৈরি দেশ, কোমর বেঁধেছে রাজ্যও

হাসপাতাল সূত্রে খবর, যে সিটি স্ক্যান মেশিনটির পরিষেবা চালু হয়েছে এই হাসপাতালে, সেই মেশিনটি এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে যাওয়ার কথা ছিল । তবে, এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ সাহায্য করার কারণে এই সিটি স্ক্যান মেশিনটি বেলেঘাটার এই হাসপাতালে বসানো সম্ভব হয়েছে । সিটি স্ক্যান মেশিন চালুর জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে সময় লেগেছে ঠিক-ই, তবে, রাজ্যের স্বাস্থ্য দপ্তর, মেডিকেল সার্ভিস কর্পোরেশন, পূর্ত দপ্তর এবং এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের সহায়তায় অবশেষে সিটি স্ক্যানের পরিষেবা চালু করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বেলেঘাটার এই হাসপাতাল কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details