পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতা মেট্রোর নোয়াপাড়া-দক্ষিণেশ্বর অংশের পরিদর্শনে কমিশনার অফ রেলওয়ে সেফটি - Kolkata Metro

কলকাতা মেট্রোর নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর অংশের পরিদর্শনে কমিশনার অফ রেলওয়ে সেফটি৷ শুক্রবার থেকে পরিদর্শন শুরু হয়েছে৷ চলবে শনিবার পর্যন্ত৷ কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত রিপোর্টের উপর নির্ভর করছে কবে ওই পথে মেট্রো রেল চালু হবে৷

কলকাতা মেট্রোর নোয়াপাড়া-দক্ষিণেশ্বর অংশের পরিদর্শনে কমিশনার অফ রেলওয়ে সেফটি
কলকাতা মেট্রোর নোয়াপাড়া-দক্ষিণেশ্বর অংশের পরিদর্শনে কমিশনার অফ রেলওয়ে সেফটি

By

Published : Feb 5, 2021, 8:22 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি : পরিষেবা শুরু হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল কলকাতা মেট্রো রেলের নোয়াপাড়া-দক্ষিণেশ্বর অংশ৷ আজ, শুক্রবার থেকে শুরু হল দু’দিনের কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন।

আগামী দু’দিন কমিশনার অফ রেলওয়ে সেফটির টিম নোয়াপড়া থেকে দক্ষিণেশ্বরের মধ্যে তৈরি স্টেশনগুলির সার্বিক কাজ ও নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখবে। শুক্রবার পরিদর্শনে আসেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি শৈলেশ কুমার পাঠক। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা মেট্রো রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও রেল বিকাশ নিগম লিমিটেডের আধিকারিকরা। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর এই পুরো অংশটি পরিদর্শন করা হয়। আজ, সকাল 10টা থেকে বিকেল 5.30 মিনিট পর্যন্ত চলে ওই পরিদর্শন। আগামিকাল পরিদর্শনের শেষ দিন।

আরও পড়ুন :ফিটনেস পরীক্ষা না-করেই উদ্বোধন? যান চলাচল বন্ধ জয়ী সেতুতে

শৈলেশ কুমার পাঠক জানিয়েছেন, শুক্রবার ট্রলি ইন্সপেকশনের কাজ হয়েছে। আগামিকাল হবে স্পিড ট্রায়াল ও রেক ট্রায়াল। শেষ দিনই প্ল্যাটফর্ম-সহ অন্যান্য দিকগুলিও পরিদর্শন করা হবে। রেলওয়ে লাইন থেকে শুরু করে সিগন্যালিং ব্যবস্থা, টিকিট কাউন্টার, টিকিট পানচিং গেট, লিফ্ট, এস্কেলেটর এবং যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা একেবারে তৈরি। কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে কবে থেকে মেট্রোয় চড়ে সরাসরি দক্ষিণেশ্বর পৌঁছানো যাবে৷

ABOUT THE AUTHOR

...view details