কলকাতা, 5 ফেব্রুয়ারি : পরিষেবা শুরু হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল কলকাতা মেট্রো রেলের নোয়াপাড়া-দক্ষিণেশ্বর অংশ৷ আজ, শুক্রবার থেকে শুরু হল দু’দিনের কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন।
আগামী দু’দিন কমিশনার অফ রেলওয়ে সেফটির টিম নোয়াপড়া থেকে দক্ষিণেশ্বরের মধ্যে তৈরি স্টেশনগুলির সার্বিক কাজ ও নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখবে। শুক্রবার পরিদর্শনে আসেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি শৈলেশ কুমার পাঠক। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা মেট্রো রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও রেল বিকাশ নিগম লিমিটেডের আধিকারিকরা। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর এই পুরো অংশটি পরিদর্শন করা হয়। আজ, সকাল 10টা থেকে বিকেল 5.30 মিনিট পর্যন্ত চলে ওই পরিদর্শন। আগামিকাল পরিদর্শনের শেষ দিন।