পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sealdah Metro Station : সুরক্ষা সংক্রান্ত পরিদর্শন শেষ, এবার ছাড়পত্রের অপেক্ষায় শিয়ালদা মেট্রো স্টেশন

ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro Rail of Kolkata) বিধাননগরের সেক্টর ফাইভ থেকে হাওড়া স্টেশন পর্যন্ত চলার কথা ৷ এখন চলে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত ৷ সেই পরিষেবা এবার শিয়ালদা পর্যন্ত শুরু হওয়ার অপেক্ষায় ৷ তার আগে বুধাবর থেকে শুরু হয় কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন (CRS Inspection at Sealdah Metro Station) ৷

crs-inspection-at-sealdah-metro-station
Sealdah Metro Station : সুরক্ষা সংক্রান্ত পরিদর্শন শেষ, এবার শিয়ালদা মেট্রো স্টেশন ছাড়পত্রের অপেক্ষায়

By

Published : Mar 17, 2022, 9:15 PM IST

কলকাতা, 17 মার্চ : পরিষেবা শুরু হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল শিয়ালদা মেট্রো স্টেশন ৷ বৃহস্পতিবার সেখানে শেষ হল কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন ৷ এবার অপেক্ষা চূড়ান্ত ছাড়পত্রের (CRS Inspection at Sealdah Metro Station) ৷

ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro Rail of Kolkata) বিধাননগরের সেক্টর ফাইভ থেকে হাওড়া স্টেশন পর্যন্ত চলার কথা ৷ এখন চলে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত ৷ সেই পরিষেবা এবার শিয়ালদা পর্যন্ত শুরু হওয়ার অপেক্ষায় ৷ তার আগে বুধবার থেকে শুরু হয় কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন ৷ এদিন ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত অন্য আধিকারিকদের নিয়ে পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি মহম্মদ লতিফ খান ৷

তাঁরা টানেলের ভেন্টিলেশন সিস্টেম, সমস্ত এএফসি, পিসি গেট, অগ্নি নির্বাপণ ব্যবস্থা-সহ যাত্রী সুরক্ষা ও যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকগুলি খতিয়ে দেখেন । ফুলবাগান থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত চলে ট্রলি ইনস্পেকশনও অর্থাৎ ট্রলি চালিয়ে ট্র্যাক পরীক্ষা করা হয় । আজ, স্পিড ট্রায়াল করে দেখেন ওই আধিকারিকরা ।

এছাড়াও দেখা হয় অপারেশন কন্ট্রোল সেন্টার, এস্কেলেটর, লিফট ও চাইনিজ বোর্ড-সহ আরও অনেক কিছু । ফুলবাগান ও শিয়ালদা মধ্যে ট্রলি ইনস্পেকশনের সময় ক্রস ওভার পরিদর্শন করা হয় । খুঁটিয়ে দেখা হয় প্রবেশ ও বাহিরের পথ ৷ এছাড়াও নিরাপত্তা সংক্রান্ত আরও অনেক কিছু খতিয়ে দেখেন তাঁরা ৷ কথা বলেন, বিভিন্ন বিভাগের ইঞ্জিনিয়র ও কর্মীদের সঙ্গে ৷

প্রসঙ্গত, এই পরিদর্শনের জন্য গত মঙ্গলবার থেকে আজ পর্যন্ত বন্ধ ছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা ৷ তা আগেই জানিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ কিছুদিন আগেই কসবা পরিবহণ ভবনে শহরের মেট্রো সম্প্রসারণ প্রকল্পগুলি নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম । সেই বৈঠকে শহরের মেট্রো প্রকল্পগুলির কাজের অগ্রগতি, সমস্যা-সহ আরও বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন কেএমআরসিএল-এর আধিকারিকরাও । ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে পারে মার্চে, সেই বৈঠকেই এমনটাই জানিয়েছিলেন মন্ত্রী ।

আরও পড়ুন :Holi Special Package Service: হোলি উপলক্ষ্যে পূর্ব রেলের বিশেষ ভ্রমণ প্যাকেজ

ABOUT THE AUTHOR

...view details