পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 20, 2020, 7:12 AM IST

ETV Bharat / city

পুনর্নির্মাণের কাজ প্রায় শেষ, মাঝেরহাট ব্রিজ পরিদর্শন রেলের

ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজের কাজ শেষ । পরিদর্শন করল রেলের প্রতিনিধিদল । ব্রিজের ভার বহন ক্ষমতা খতিয়ে দেখে তারা ।

মাঝেরহাট ব্রিজ চালু করার আগে পরিদর্শন করল CSR
মাঝেরহাট ব্রিজ চালু করার আগে পরিদর্শন করল CSR

কলকাতা, 20 নভেম্বর : মাঝেরহাট ব্রিজ পুনর্নির্মাণের কাজ প্রায় শেষ । সাধারণের ব্যবহারের জন্য সেতুটি পাকাপাকিভাবে খুলে দেওয়ার আগে পরিদর্শন করল রেল কর্তৃপক্ষ । গতকাল পূর্ব রেলের কমিশনার অব রেলওয়ে সিকিউরিটির (CRS) আধিকারিকরা ব্রিজটি পরিদর্শন করেন ।

ব্রিজ তৈরির কাজ শেষ হলে রাজ্য সরকারের তরফে ছাড়পত্রের জন্য আবেদন জানিয়ে রেল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয় । কারণ 650 মিটারের ব্রিজের বেশিরভাগ অংশই রেললাইনের উপর দিয়ে যাচ্ছে বলে তাদের ছাড়পত্র ছাড়া ব্রিজটি দিয়ে যানচলাচল সম্ভব নয় ।

রেল কর্তৃপক্ষের তরফে ব্রিজের ভার বহন ক্ষমতা পরীক্ষা করা হয় । সমস্ত কাজ ঘুরে দেখে তারা । পাশাপাশি নির্মাণের কাজের অন্য গুরুত্বপূর্ণ দিকগুলিও দেখা হয় । বির্জটি কবে চালু হবে তা CRS-এর চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে বলে জানা গেছে ।

ABOUT THE AUTHOR

...view details