পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনায় মৃত 14, আক্রান্ত 153 ! রাজ্যে একদিনে সর্বোচ্চ - Death toll due to COVID 19 rises in West Bengal

COVID 19 West Bengal
প্রতীকি ছবি

By

Published : May 10, 2020, 6:57 PM IST

Updated : May 10, 2020, 7:28 PM IST

18:52 May 10

রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মোট 1939 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।

রাজ্য সরকার প্রকাশিত সর্বশেষ বুলেটিনের প্রতিলিপি

কলকাতা, 10 মে : গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় মৃত 14 । আক্রান্ত 153 । পরিসংখ্যান বলছে, এই প্রথম এত পরিমাণ মানুষ একদিনে কোরোনায় আক্রান্ত হলেন । মৃত্যু সংখ্যাও সর্বাধিক, একদিনে ।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মোট 1939 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । এখনও পর্যন্ত মারা গেছে 113 জন । এই মুহূর্তে রাজ্যে কোরোনায় সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 1337 জন । রাজ্যে সরকারের প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী সুস্থ হয়েছে 417 জন । রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার 21.51 শতাংশ ।

আজ নতুন করে চার হাজারেরও বেশি সোয়াবের নমুনা পরীক্ষা করেছে রাজ্য সরকার । এই নিয়ে রাজ্যে মোট 43,414 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । রাজ্যে এই মুহূর্তে 5921 জন মানুষ সরকারের তৈরি কোয়ারানটিন কেন্দ্রে রয়েছেন । পাশাপাশি বাড়িতে কোয়ারানটিনে রয়েছেন 18 হাজার 458 জন মানুষ ।

রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সংক্রমণহীন জেলাগুলির মধ্যে রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া ও বাঁকুড়া ।

Last Updated : May 10, 2020, 7:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details