কলকাতা, 9 এপ্রিল : কোভিড-19 এর চিকিৎসার জন্য রেমডিসিভির ওষুধের সংকট চলছে কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে । এই সংকট দূর না হলে নতুন করে কোভিড-19 রোগীদের ভর্তি না নেওয়া হতে পারে । 9 এপ্রিল, শুক্রবার এমনই আশঙ্কার কথা জানানো হল বেসরকারি হাসপাতালগুলির সংগঠন অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়া-র তরফে ।
কোভিড-19 এর সেকেন্ড ওয়েভ-এর জেরে এ রাজ্যেও সংক্রমণ ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে । বেড়েছে মৃত্যুর সংখ্যা । বিভিন্ন হাসপাতালে ভর্তি কোভিড-19 রোগীদের সংখ্যাও বাড়ছে । এই ধরনের পরিস্থিতির মধ্যে কোভিড-19 এর চিকিৎসার ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে । শুক্রবার, 9 এপ্রিল বেসরকারি হাসপাতালগুলির সংগঠন অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়া-র প্রেসিডেন্ট রূপক বড়ুয়া বলেন, "গত কয়েকদিন ধরে কলকাতার প্রায় সব বেসরকারি হাসপাতালে রেমডিসিভির ওষুধের সরবরাহে সংকট দেখা দিয়েছে । এই হাসপাতালগুলিতে এই ওষুধ যাঁরা সরবরাহ করেন, তাঁদের অধিকাংশের কাছে এই ওষুধ নেই । এমনকী, ওষুধ প্রস্তুতকারী বিভিন্ন সংস্থার তরফেও অবিচ্ছিন্নভাবে এই ওষুধের সরবরাহের বিষয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি ।" রূপক বড়ুয়া বলেন, "এই ধরনের পরিস্থিতির কারণে ক্রিটিক্যাল কেয়ার বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, রেমডিসিভির ওষুধের সরবরাহ নিয়মিত না হওয়া পর্যন্ত আর কোনও কোভিড-19 রোগীকে ভর্তি নেওয়া উচিত নয় ।"