কলকাতা, 13 জুন: রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামের পাশাপাশি আমজনতার পাশে দাঁড়াতে সিপিএম-এর নতুন চমক 'মিশন 360 ডিগ্রি' (Mission 360 Degree) ৷ এই কর্মসূচির আওতায় প্রতি জেলায় জনস্বাস্থ্যকেন্দ্র এবং বিকল্প শিক্ষাকেন্দ্র গড়ে তোলা হবে ৷ সেইসঙ্গে, রোজগারের ক্ষেত্রে মানুষকে সহায়তা দেওয়ারও পরিকল্পনা করা হয়েছে ৷ এই কাজে দলের ছাত্র এবং যুব সংগঠন থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মী ও শুভানুধ্যায়ীদেরও ব্যবহার করা হবে ৷ এই বিষয়ে সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim) বলেন, "মানুষের জীবনের সব ক্ষেত্রগুলিই আজ আক্রান্ত ৷ এইসব ক্ষেত্রে মানুষের পাশে থাকার জন্যই আমাদের এই প্রচেষ্টা ৷ যার নাম, মিশন 360 ডিগ্রি ৷"
দলের রাজ্য কমিটি এই কর্মসূচিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে ৷ দলমত নির্বিশেষে দরিদ্র ও পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷ মহম্মদ সেলিমের কথায়, "আন্দোলন ও সংগ্রাম যেমন হবে, তেমনই মানুষের সমস্যায় তাদের পাশেও দাঁড়াতে হবে ৷ আমরা বামপন্থীরা সরকারে নেই, পঞ্চায়েত-পৌরসভায় নেই, কিন্তু মানুষের পাশে আছি এবং আমরাই আছি ৷ অতীতে দুর্ভিক্ষের সময়েও বামপন্থীরা এই ভূমিকা পালন করেছিলেন ৷ সেই ঐতিহ্য বজায় রেখে কোভিড অতিমারির সময়েও রেড ভলান্টিয়াররা দৃষ্টান্ত স্থাপন করেছেন ৷"
আরও পড়ুন:Piyali Basak : এভারেস্ট জয়ের শংসাপত্রের জন্য পিয়ালীকে 1 লক্ষ টাকা সিপিএম ছাত্র সংগঠনের
সিপিএম-এর বক্তব্য, রাজ্যের স্কুল, কলেজগুলিতে চরম অব্যবস্থা চলছে ৷ কোভিডের জন্য লকডাউনের সময় থেকেই পঠনপাঠন শিকেয় উঠেছে ৷ গ্রামাঞ্চলে তো বটেই, শহরাঞ্চলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও ছাত্রছাত্রীর সংখ্যা ব্যাপকভাবে কমেছে ৷ অন্যদিকে, সচ্ছল ও ধনী পরিবারগুলির ছেলেমেয়েরা ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এবং বেসরকারি স্কুলের আধুনিক পরিকাঠামোর সহযোগিতায় স্বাভাবিক ছন্দে পড়াশোনা করতে পারছে ৷ এর ফলে একই প্রজন্মের দু'টি শ্রেণির মধ্যে একটি মারাত্মক বিভেদ তৈরি হচ্ছে ৷
সিপিএম-এর নতুন চমক 'মিশন ৩৬০ ডিগ্রি' ! কোভিড পর্বে বামপন্থীরা বিকল্প পাঠশালা চালিয়ে এই বঞ্চিত পড়ুয়াদের সহায়তা করেছিল ৷ সেই অভিজ্ঞতাকে হাতিয়ার করেই বিকল্প কোচিং ক্লাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে সিপিএম ৷ এই উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বলে দাবি বামেদের ৷ সিপিএম সূত্রে খবর, আপাতত প্রতিটি জেলায় অন্তত 10টি এরকম বিকল্প পাঠশালা গড়ে তুলবে তারা ৷ রাজ্য কমিটির তরফে জেলা কমিটিগুলিকে এই কাজের জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে ৷ আগামী 6 মাসের মধ্যেই এই কেন্দ্রগুলি চালু করে ফেলতে হবে ৷
একইভাবে জনস্বাস্থ্য ক্ষেত্রেও পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ সুলভে চিকিৎসা দেওয়া ও ন্যায্য মূল্যে ওষুধ সরবরাহ করাই এই পরিকল্পনার লক্ষ্য ৷ রেড ভলান্টিয়ারদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং চিকিৎসা ও জনস্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহযোগিতায় এই কর্মসূচি চালানো হবে ৷ রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত, প্রতি জেলায় অন্তত একটি করে এমন জনস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে ৷ ইতিমধ্যেই দলের উদ্যোগে যেসমস্ত জনস্বাস্থ্যকেন্দ্র এবং পলিক্লিনিক চালানো হচ্ছে, সেগুলিকেও আরও শক্তিশালী করা হবে ৷ এর পাশাপাশি, বেকার তরুণ-তরুণীদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর ধাঁচে একটি সার্বিক ব্যবস্থাপনা গড়ে তোলা হবে ৷ যা বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে ৷