কলকাতা, 20 ডিসেম্বর : কলকাতা পৌরসভা নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে লাগামছাড়া সন্ত্রাসের অভিযোগ এনেছে বিরোধী বিজেপি-সিপিআইএম ৷ সেই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করল বাম-বিজেপি ৷ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলের আইনজীবীরা । দুই রাজনৈতিক দলকেই মামলা করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ৷ আগামী 23 ডিসেম্বর পৌরভোট সংক্রান্ত মামলার যে শুনানি রয়েছে, সেই দিনই তাঁদের বক্তব্য শোনা হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Calcutta High Court to hear KMC Election 2021 case on 23 December) ।
বিজেপির তরফে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে । গেরুয়া শিবির উপযুক্ত তথ্য প্রমাণ-সহ মামলা দায়ের করার অনুমতি চায় ৷ পাশাপাশি সিপিআইএমের তরফে মামলার অনুমতি চাওয়া হয় ৷ দু'টির অনুমতিই দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ৷ সিপিআইএম প্রার্থী দেবলীনা সরকারের আইনজীবী সব্যসাচী চট্রোপাধ্যায় জানান, গতকাল কলকাতা পৌরভোটে আদালতের নির্দেশের অবমাননা করা হয়েছে । সেই মর্মে তাঁরা আবেদন জানাতে চান এবং মামলাটি দ্রুত শুনানির যাতে ব্যবস্থা করা হয়, তার জন্য আবেদন জানিয়েছেন ৷ কারণ আগামিকাল এই ভোটের গণনা রয়েছে । কিন্তু প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানান, আগামী 23 ডিসেম্বর মামলার শুনানি রয়েছে ৷ ওইদিনই সব পক্ষের বক্তব্য শোনা হবে ।
গতকাল কলকাতা পৌরভোটে শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধে সব বিরোধী রাজনৈতিক দলই সরব হয়েছিল । ভারতীয় জনতা পার্টি বেলা একটা থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখায় ৷ পাশাপাশি সিপিআইএম এবং কংগ্রেসের তরফেও দফায় দফায় নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছিল । পুনর্নির্বাচনের দাবি জানানো হয় । যদিও 144টি ওয়ার্ডের কোনওটাতেই পুনর্নির্বাচনের দাবি মানা হয়নি ।