পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC Election 2021 : কলকাতা পৌরভোটে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে হাইকোর্টে বাম-বিজেপি

নির্বাচনে শাসকদলের সন্ত্রাস নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করল বাম-বিজেপি ৷ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলের আইনজীবীরা । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী 23 ডিসেম্বর মামলার শুনানি রয়েছে ৷ সেই দিনই তাঁদের বক্তব্য শোনা হবে (Calcutta High Court to hear KMC Election 2021 case on 23 December) ।

KMC Election 2021 Case
শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধে হাইকোর্টের বাম-বিজেপি

By

Published : Dec 20, 2021, 11:20 AM IST

Updated : Dec 20, 2021, 5:41 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর : কলকাতা পৌরসভা নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে লাগামছাড়া সন্ত্রাসের অভিযোগ এনেছে বিরোধী বিজেপি-সিপিআইএম ৷ সেই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করল বাম-বিজেপি ৷ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলের আইনজীবীরা । দুই রাজনৈতিক দলকেই মামলা করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ৷ আগামী 23 ডিসেম্বর পৌরভোট সংক্রান্ত মামলার যে শুনানি রয়েছে, সেই দিনই তাঁদের বক্তব্য শোনা হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Calcutta High Court to hear KMC Election 2021 case on 23 December) ।

বিজেপির তরফে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে । গেরুয়া শিবির উপযুক্ত তথ্য প্রমাণ-সহ মামলা দায়ের করার অনুমতি চায় ৷ পাশাপাশি সিপিআইএমের তরফে মামলার অনুমতি চাওয়া হয় ৷ দু'টির অনুমতিই দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ৷ সিপিআইএম প্রার্থী দেবলীনা সরকারের আইনজীবী সব্যসাচী চট্রোপাধ্যায় জানান, গতকাল কলকাতা পৌরভোটে আদালতের নির্দেশের অবমাননা করা হয়েছে । সেই মর্মে তাঁরা আবেদন জানাতে চান এবং মামলাটি দ্রুত শুনানির যাতে ব্যবস্থা করা হয়, তার জন্য আবেদন জানিয়েছেন ৷ কারণ আগামিকাল এই ভোটের গণনা রয়েছে । কিন্তু প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানান, আগামী 23 ডিসেম্বর মামলার শুনানি রয়েছে ৷ ওইদিনই সব পক্ষের বক্তব্য শোনা হবে ।

কলকাতা পৌরভোটে লাগামহীন অনিয়ম এবং সন্ত্রাসের অভিযোগ এনেছে বাম-বিজেপি

গতকাল কলকাতা পৌরভোটে শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধে সব বিরোধী রাজনৈতিক দলই সরব হয়েছিল । ভারতীয় জনতা পার্টি বেলা একটা থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখায় ৷ পাশাপাশি সিপিআইএম এবং কংগ্রেসের তরফেও দফায় দফায় নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছিল । পুনর্নির্বাচনের দাবি জানানো হয় । যদিও 144টি ওয়ার্ডের কোনওটাতেই পুনর্নির্বাচনের দাবি মানা হয়নি ।

আরও পড়ুন : KMC Election 2021 : পৌরভোট থেকে সরে দাঁড়ালেন 71 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী কেকা মিত্র

উল্লেখ্য, শুক্রবার রাতে কলকাতা হাইকোর্ট কলকাতা পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি খারিজ করে রাজ্য পুলিশের উপরই ভরসা রেখেছিল । তবে একই সঙ্গে নির্দেশে এও জানানো হয়েছিল, প্রয়োজন মনে করলে এবং পরিস্থিতির যদি খারাপ হয়, রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে যেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে ।

আরও পড়ুন : KMC Election 2021 : বাংলায় উত্তর কোরিয়ার মতো শাসন চলছে, আক্রমণ শুভেন্দুর

Last Updated : Dec 20, 2021, 5:41 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details