পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sujan Slams CBI: অনুব্রতর কোমরে দড়ি বেঁধে সিবিআই দফতরের টেনে নিয়ে আসা উচিত, দাবি সুজনের - SSKM

সোমবার অনুব্রত মণ্ডলকে (TMC Leader Anubrata Mandal) তলব করেছিল সিবিআই (CBI) ৷ কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান ৷ এই নিয়ে সিপিএম সুজন চক্রবর্তী (CPIM Leader Sujan Chakraborty) দাবি করেছেন যে অনুব্রতর কোমরে দড়ি বেঁধে সিবিআই দফতরের টেনে নিয়ে আসা উচিত ৷

cpims-sujan-chakraborty-slams-cbi-on-anubrata-mandal-interrogation-issue
Sujan Slams CBI: অনুব্রতর কোমরে দড়ি বেঁধে সিবিআই দফতরের টেনে নিয়ে আসা উচিত, দাবি সুজনের

By

Published : Aug 8, 2022, 8:26 PM IST

কলকাতা, 8 অগস্ট : গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) আজ ফের সিবিআই (CBI) দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (TMC Leader Anubrata Mandal)। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিয়ে এড়িয়ে যান । সেই প্রসঙ্গেই মন্তব্য করতে গিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (CPIM Leader Sujan Chakraborty) বিস্ফোরক মন্তব্য করলেন ।

সোমবার তিনি বলেন, "আমার মতে অনুব্রত মণ্ডলের কোমরে দড়ি বেঁধে হিড়হিড় করে সিবিআই দফতরে টেনে নিয়ে আসা উচিত । এসএসকেএম-এ ভর্তি না হতে পেরে বীরভূমে ফিরে যেতে পারলেন, আর পাশের নিজাম প্যালেস যেতে পারলেন না ! সিবিআই দেরি করছে কেন ? অবিলম্বে তাঁকে হিড়হিড় করে টেনে নিয়ে আসা হোক ।"

অনুব্রতর কোমরে দড়ি বেঁধে সিবিআই দফতরের টেনে নিয়ে আসা উচিত, দাবি সুজনের

অনুব্রতকে কড়া আক্রমণ করলেও এসএসকেএমের (SSKM) উডবার্ন ওয়ার্ডের চিকিৎসকদের অভিনন্দন জানান সুজন চক্রবর্তী ৷ এসএসকেএম-এর ঐতিহ্য কলুষিত মুক্ত হতে শুরু করেছে বলে তিনি মন্তব্য করেন । সুজনের অভিযোগ, ‘‘গত 10-11 বছর ধরে এসএসকেএম-এর ঐতিহ্য ভূলুণ্ঠিত করে চলেছিল তৃণমূল সরকার ও তার নেতা-কর্মীরা । কিন্তু চিকিৎসকদের উদ্যোগে এসএসকেএম কলুষিত মুক্ত হতে শুরু করেছে ।’’

সুজনের কথায়, "আজ এসএসএমকে কলুষিত হতে দিলেন না ডাক্তারবাবুরা । তাঁদের অভিনন্দন জানাই কলুষতা থেকে বাঁচিয়েছেন তাঁরা ।" তবে এসএসকেএম সূত্রে খবর, বেশ কয়েকজন ডাক্তার অনুব্রত মণ্ডলকে আজ ভর্তি নিতে চেয়েছিলেন, যা নিয়ে ডাক্তাররা আড়াগাড়ি দু'ভাগ হয়ে যান । সে প্রসঙ্গে সুজনের মন্তব্য, "চিকিৎসকদের মধ্যে কেউ কেউ ভর্তি করার চেষ্টা করছিলেন, সেটা হল না ৷ কলুষিত হওয়া থেকে মুক্তি পেল৷ অনুব্রত ভর্তি হতে না পেরে বীরভূমে যেতে পারলেন, পাশে নিজাম সেখানে যেতে পারলেন না ।"

অনুব্রতকে হাসপাতাল থেকে বেরনোর সময় রোগীর প্রয়োজনরা গরু চোর বলে চিৎকার করতে থাকেন । সেই প্রসঙ্গ তুলে সুজন বলেন, "রোগ আত্মীয়রা গরু চোর বলে চিৎকার করেন । একজন দোর্দণ্ডপ্রতাপ নেতার পক্ষে বিষয়টা খুব খারাপ ৷ তাঁকে গরু চোর না বলে পাথরখাদান চোর কয়লা চোর বলতে পারতো । আজকে আমি বলে যাচ্ছি, কয়েকদিন পর তৃণমূল নেতাদের মাথা নত করে বলতে হবে, তৃণমূলের নামে সাধারণ মানুষকে লুট করেছি ৷ সাধারণ তৃণমূল কর্মীদের বিশ্বাসকে ভূলুণ্ঠিত করেছি । অন্যায় করেছি ৷ চ্যালেঞ্জ নিয়ে বলছি, এটা বলতেই হবে । শুধু সময়ের অপেক্ষা ।"

তৃণমূল (Trinamool Congress) সাংসদ সুখেন্দুশেখর রায় আজ মন্তব্য করেন কেন 19 জন তৃণমূল সংসদের সম্পত্তি খতিয়ে দেখা হবে ? সে প্রসঙ্গে সুজনের বক্তব্য, ‘‘সুখেন্দুশেখর রায়কে বলব, তিনি ভালো কথা বলেছেন । আপনি থাকুন, আমি আছি । দেশের সমস্ত নির্বাচিত এমএলএ, এমনকি আমাদের রাজ্যের বাম বিধায়কদের সম্পত্তি খতিয়ে দেখা হোক । আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন ৷ সব দলের ঐক্যবদ্ধভাবে মামলা করা উচিত, কার কত সম্পত্তি আছে, সেটা দেখা উচিত । চ্যালেঞ্জ করছি, পারবেন না । পারলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন ।"

আরও পড়ুন :Anubrata Mandal: ভর্তি নিল না এসএসকেএম, হাসপাতাল চত্বরে অনুব্রতর উদ্দেশে ধেয়ে এল 'গরু চোর' কটাক্ষ!

ABOUT THE AUTHOR

...view details