কলকাতা, 11 অগস্ট: বিহারের 'উলট পুরাণ' (Bihar New Government) সারা দেশে বিজেপিবিরোধী রাজনৈতিক শক্তিগুলির কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ এমনটাই মনে করছে সিপিআইএমএল লিবারেশন (CPIML Liberation) ৷ বিহারের নবগঠিত জোট সরকারের অন্যতম সদস্য এই বামপন্থী দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacharya) জানিয়েছেন, পড়শি রাজ্যে মন্ত্রীপদ পেতে আগ্রহী নন তাঁরা ৷ তবে, বিহারের উন্নয়নের জন্য একটি 'অভিন্ন ন্যূনতম কর্মসূচি' (Common Minimum Programme) থাকা জরুরি বলে মনে করেন দীপঙ্কর ৷
একটি সাংবাদিক সম্মেলনে দীপঙ্কর বলেন, বিহারের সামগ্রিক উন্নয়নই তাঁদের প্রধান লক্ষ্য ৷ এর জন্য প্রয়োজনে সরকারকে পরামর্শও দিতেও প্রস্তুত রয়েছেন তাঁরা ৷ দীপঙ্করের কথায়, "আমরা বিহারের নতুন জোট সরকারের ক্যাবিনেটে থাকছি না ৷ কিন্তু, এই জোটকে বাইরে থেকে সমর্থন করছি ৷ আমরা আন্দোলনের দল, আন্দোলনেই থাকছি ৷ সরকারের কাছে একটি কমন মিনিমাম প্রোগ্রাম হাতে নেওয়ার দাবি জানাচ্ছি ৷ দেশে বিজেপিবিরোধী জোট যাতে আরও মজবুত হয়, আমরা সেই লক্ষ্যেই কাজ করব ৷ এই জোটে আমরা সেতুবন্ধনের কাজ করছি ৷"