কলকাতা, 18 অক্টোবর: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে খামতি নয় ! শুধু শহরকেন্দ্রিক মিটিং, মিছিল করে খামতি পূরণ সম্ভব নয় । তাই রাজ্যের প্রতিটি গ্রামে পৌঁছনোই টার্গেট সিপিআইএম রাজ্য কমিটির (CPIM State Committee)। মূলত গ্রামের প্রতারিত, অবহেলিত, বঞ্চিত মানুষদের কাছে নিজেদের গ্রহণযোগ্য করার লক্ষ্য নেওয়া হয়েছে । রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম পার্টি কর্মীদের লাল ঝান্ডা নিয়ে গ্রামের মানুষের দরবারে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন । যাঁদের কথা তৃণমূল বা বিজেপি শোনেনি, তাঁদের কাছে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন তিনি । তৃণমূল-বিজেপির বিরুদ্ধে গ্রামের মানুষকে এককাট্টা করার কথা বলেছেন সেলিম (Mohammed Salim)।
সোমবার সিপিআইএমের 103তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল । সেই উপলক্ষে প্রমোদ দাশগুপ্ত ভবনে উপস্থিত ছিলেন সিপিআইএম (CPIM) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি । তিনি জানিয়েছেন, 'গোটা দেশের সিপিএইএম নেতা কর্মীরা বাংলার দিকে তাকিয়ে রয়েছেন । তাই পশ্চিমবঙ্গ সিপিআইএমকে ফের নতুন উদ্যমে ফিরতে হবে । নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যুতে সিপিআইএম ও তার শাখা সংগঠনগুলির মিটিং-মিছিলে সাধারণ মানুষের স্বতঃপ্রণোদিত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে । তাই আন্দোলনের ঝাঁঝ বাড়াতে হবে ।'