পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mohammed Salim: নভেম্বর-ডিসেম্বর জুড়ে রাজ্যের প্রতিটি গ্রামে পৌঁছে বৃত্ত বাড়াতে চায় সিপিএম - সিপিআইএম রাজ্য কমিটি

নভেম্বর ও ডিসেম্বর জুড়ে রাজ্যের প্রতিটি গ্রামে পৌঁছে নিজেদের বৃত্ত বাড়াতে চায় সিপিআইএম ৷ সেই মতোই দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন মহম্মদ সেলিম (Mohammed Salim)।

cpim-wants-to-reach-every-village-during-november-december-to-expand-the-circle
নভেম্বর-ডিসেম্বর জুড়ে রাজ্যের প্রতিটি গ্রামে পৌঁছে বৃত্ত বাড়াতে চায় সিপিএম

By

Published : Oct 18, 2022, 7:45 PM IST

কলকাতা, 18 অক্টোবর: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে খামতি নয় ! শুধু শহরকেন্দ্রিক মিটিং, মিছিল করে খামতি পূরণ সম্ভব নয় । তাই রাজ্যের প্রতিটি গ্রামে পৌঁছনোই টার্গেট সিপিআইএম রাজ্য কমিটির (CPIM State Committee)। মূলত গ্রামের প্রতারিত, অবহেলিত, বঞ্চিত মানুষদের কাছে নিজেদের গ্রহণযোগ্য করার লক্ষ্য নেওয়া হয়েছে । রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম পার্টি কর্মীদের লাল ঝান্ডা নিয়ে গ্রামের মানুষের দরবারে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন । যাঁদের কথা তৃণমূল বা বিজেপি শোনেনি, তাঁদের কাছে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন তিনি । তৃণমূল-বিজেপির বিরুদ্ধে গ্রামের মানুষকে এককাট্টা করার কথা বলেছেন সেলিম (Mohammed Salim)।

সোমবার সিপিআইএমের 103তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল । সেই উপলক্ষে প্রমোদ দাশগুপ্ত ভবনে উপস্থিত ছিলেন সিপিআইএম (CPIM) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি । তিনি জানিয়েছেন, 'গোটা দেশের সিপিএইএম নেতা কর্মীরা বাংলার দিকে তাকিয়ে রয়েছেন । তাই পশ্চিমবঙ্গ সিপিআইএমকে ফের নতুন উদ্যমে ফিরতে হবে । নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যুতে সিপিআইএম ও তার শাখা সংগঠনগুলির মিটিং-মিছিলে সাধারণ মানুষের স্বতঃপ্রণোদিত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে । তাই আন্দোলনের ঝাঁঝ বাড়াতে হবে ।'

আরও পড়ুন:সাদা কাপড়ে ধরনা মঞ্চ ঢেকে রেড রোডে কার্নিভাল, মুখ্যমন্ত্রীকে বিঁধলেন সেলিম

ইয়েচুরির বক্তব্যের রেশ ধরেই রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "আমরা আগামী নভেম্বর-ডিসেম্বর মাস জুড়ে রাজ্যের প্রতিটি গ্রামে পৌঁছব । বৃত্ত আরও বাড়াতে হবে । কিন্তু, যারা বেইমানি করেছে তারা চৌকাঠ পেরোনোর আগে যেন সালকু সোরেনের লাশ দেখিয়ে দেওয়া হয় । বৃত্ত বাড়ানো মানে নীতি আদর্শ বিসর্জন দেওয়া নয় । অতিমাত্রায় উদার হওয়ার প্রয়োজন নেই, অতিমাত্রায় সংকীর্ণ হওয়ারও প্রয়োজন নেই ।"

মহম্মদ সেলিমের অভিযোগ, "বামফ্রন্ট গর্বের পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করেছিল । যা আজ দুর্নীতি তোলাবাজদের আখড়ায় পরিণত হয়েছে । যে উদ্দেশ্যে পঞ্চায়েত পরিষেবা চালু হয়েছে তা ব্যর্থ হয়েছে । তাই যাঁদের জন্য পঞ্চায়েত, সেই প্রান্তিক মানুষদের আবার রাজনীতির কেন্দ্রে আনতে হবে । পঞ্চায়েতকে সাধারণ মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details