পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CPIM Panchayat Strategy: আদিবাসীদের অধিকার রক্ষায় তফসিলি জাতি ও জনজাতিদের ঐক্যবদ্ধ করার লক্ষ্য সিপিআইএম-এর - CPIM

পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে একাধিক নতুন নতুন কৌশল সিপিআইএম-এর (CPIM Strategy for Panchayat Election) ৷ এ বার তফসিলি জাতি ও জনজাতিদের ঐক্যবদ্ধ করে কেন্দ্র ও রাজ্যের শাসকের বিরুদ্ধে আন্দোলনের পরিকল্পনা বামেদের ৷

CPIM Strategy for Panchayat Election
CPIM Strategy for Panchayat Election

By

Published : Oct 15, 2022, 6:12 PM IST

কলকাতা, 15 অক্টোবর: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই নানান কৌশল অবলম্বন করছে সিপিআইএম ৷ ছাত্র ও যুব সংগঠন-সহ একাধিক গণ সংগঠনকে নিয়ে জোরদার আন্দোলন তৈরি মরিয়া চেষ্টা চালাচ্ছে সিপিআইএম ৷ ইতিমধ্যে, ধর্মতলার ইনসাফ সভা, বর্ধমানের ‘চোর ধরো জেল ভরো অভিযান’ নজর কেড়েছে ৷ এবার তফসিলি জাতি ও জনজাতিদের ঐক্যবদ্ধ করে কেন্দ্র ও রাজ্যের শাসকের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা আলিমুদ্দিন স্ট্রিটের (CPIM Strategy for Panchayat Election) ৷

15 ও 16 অক্টোবর জলপাইগুড়ির নাগরাকাটায় পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার রক্ষামঞ্চের তৃতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ৷ সেই সম্মেলনের মধ্যে দিয়ে জল, জমি, জঙ্গলের অধিকার রক্ষার দাবিকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে জনজাতি আন্দোলন জোরদার করার প্রস্তুতি শুরু করেছে সিপিআইএম ৷ সেখানে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের জনজাতি মানুষের বড় জমায়েতের পরিকল্পনা রয়েছে বামেদের ৷

সিপিআইএম সূত্রে খবর, জলপাইগুড়ির নাগরাকাটা আদিবাসী কলাচর্চা কেন্দ্র ময়দানে এদিনের সমাবেশে বক্তব্য রাখবেন রামচন্দ্র ডোম, দেবলীনা হেমব্রম, রবীন্দ্রনাথ হেমব্রম, ত্রিপুরা সিপিআইএম এর রাজ্য সম্পাদক এবং জনজাতি অংশের নেতা জিতেন্দ্র চৌধুরী ও পুলিনবিহারী বাস্কে ৷ ওই সমাবেশের সভাপতিত্ব করবেন রামলাল মুর্মু ৷

আর পড়ুন:'বিপদে পড়লে হুইল চেয়ার লাগে', তৃণমূলকে দলীয় চিহ্ন বদলের পরামর্শ সেলিমের

বক্তারা কোন ইস্যুতে সরব হবেন ?

সূত্রের দাবি, তাঁরা মূলত তফসিলি জাতি ও জনজাতিদের জন্য নানান দাবিতে আওয়াজ তুলবেন ৷ প্রধান ও অন্যতম দাবি হবে জল, জঙ্গল, জমি ও কাজ ৷ উচ্চশিক্ষায় সাঁওতালি ভাষা অলচিকি হরফে পঠন-পাঠনের ব্যবস্থারও দাবি করবে সিপিআইএম নেতৃত্ব ৷ সিপিআইএম পলিটব্যুরো সদস্য রামচন্দ্র ডোম বলেন, ‘‘বিজেপির তরফে আদিবাসী জনজাতিদের বোঝানো হয়েছে, তাঁরা বৃহত্তর হিন্দুত্বের ছাতার তলায় আছেন ৷ কিন্তু, তা নয় ৷ তাঁরা প্রকৃতির পূজারী ৷ এদের জন্য আর্থিক ও সামাজিক বঞ্চনা কমানোর লক্ষ্যে সরকারি স্তরে উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হয়নি ৷ সেটাকে তুলে ধরে আমাদের পালটা লড়াই চলবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details