কলকাতা, 8 সেপ্টেম্বর : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (CPIM State Secretary Md Salim) বিরুদ্ধে ৷
বৃহস্পতিবার মহম্মদ সেলিম বলেছেন, "কিসের কল্যাণ ? যারা মানুষের অকল্যাণ করে বেড়ায় ! যারা এ রাজ্যের অকল্যাণ করেছে, তাদের জিভ লক লক করছে ? কিসের জন্য করছে ? টাকার জন্য লক লক করছে ? নোলা ঝরে পড়ছে ? টাকার পাহাড় দেখে ? অনুব্রতর টাকার ভাগ পেতেন বলে তার পাশে দাঁড়িয়েছেন । আর পাথর টাকার ভাগ অপার কাছে যেতে বলে দুঃখ প্রকাশ করেছেন ? তাকে ছেঁটে ফেলেছেন ? কিসের জিভ লকলক ? জিভ লকলক কাকে বলে ? এক আমি দেখেছি কিছু কুকুরের লকলক করে । হাইব্রিড কুকুরের জিভ বেশি লম্বা হয় এবং লকলকটা বেশি করে ।’’
সেলিমের এই মন্তব্য নিয়েই বিতর্ক তৈরি হয়েছে ৷ প্রশ্ন উঠেছে যে কেন এই মন্তব্য করলেন সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক ? প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইনডোরে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিশেষ অধিবেশন করে তৃণমূল । সেই সভায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরোধীদের হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন বলে মন্তব্য করেন । কল্যাণের সেই কথার রেশ টেনে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমারও জিভ লকলক করে কল্যাণের মতো বলতে ।’’