কলকাতা, 3 অক্টোবর: দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে এ বার ‘সহজ পাঠ’কে লড়াইয়ের হাতিয়ার করল সিপিএম (CPIM Sahaj Path on Corruption Issues) ৷ তাও আবার দুর্গোৎসবের মাঝেই ৷ যে সহজ পাঠ দিয়ে প্রাথমিক শিক্ষার শুরু এবং ছোটদের কবিতা পড়তে শেখা সেই সহজ পাঠকে হাতিয়ার করেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে থাকা দুর্নীতি সহ-একাধিক অভিযোগকে তুলে ধরা হয়েছে ৷
এক কথায় যে সহজ পাঠ দিয়ে বই পড়তে শিখেছে আম বাঙালি সেই সহজ পাঠকে হাতিয়ার করেছে সিপিএম ৷ সেখানে দু’লাইনের কবিতার মাধ্যমে একাধিক ইস্যুকে তুলে ধরা হয়েছে ৷ যেমন লেখা হয়েছে, ‘ছোট খোকা শেখে অ আ, হক কথা সোচ্চারে কওয়া’ ৷
সোশাল মিডিয়ার মাধ্যমেই সহজ পাঠের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা সিপিএমের। সূত্রের খবর সিপিএম ডিজিটাল এর তরফে ‘লেফট ফ্রন্ট ক্রিয়েটিভ টিম’ (Left Front Creative Team) লড়াইয়ের সহজ পাঠ লিখেছে। মূলত, দুর্নীতির বিরুদ্ধেই তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বামদের ডিজিটাল টিম ৷ যেমন, ‘মুঠো হাতে এ ঐ চাকরিটা আনবোই’ ৷ একইভাবে দু’লাইনের সহজ পাঠের কবিতায় লেখা হয়েছে, ‘মা চালায় ডাকাত দল রাজ্যজুড়ে কলরোল’, ‘ট ঠ ড ঢ করে গোল দুর্নীতিকে কাঁধে তোল’ ৷ এমন একাধিক কবিতা সহজ পাঠের আদলে তৈরি করা হয়েছে ৷