পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CPIM Sahaj Path: উৎসবের মরশুমে সোশাল মিডিয়ায় লড়াইয়ের ‘সহজ পাঠ’ সিপিএমের - লেফট ফ্রন্ট ক্রিয়েটিভ টিম

দুর্নীতির বিরুদ্ধে সরব হতে এ বার ‘সহজ পাঠ’কে হাতিয়ার করল সিপিআইএম (CPIM Sahaj Path on Corruption Issues) ৷ সোশাল মিডিয়ায় সহজ পাঠের আদলে এমন নানান কবিতার মাধ্যমে রাজ্যের বিভিন্ন ইস্যুতে তুলে ধরল লেফট ফ্রন্ট ক্রিয়েটিভ টিম (Left Front Creative Team) ৷

cpim-sahaj-path-on-corruption-issues
cpim-sahaj-path-on-corruption-issues

By

Published : Oct 3, 2022, 7:36 AM IST

কলকাতা, 3 অক্টোবর: দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে এ বার ‘সহজ পাঠ’কে লড়াইয়ের হাতিয়ার করল সিপিএম (CPIM Sahaj Path on Corruption Issues) ৷ তাও আবার দুর্গোৎসবের মাঝেই ৷ যে সহজ পাঠ দিয়ে প্রাথমিক শিক্ষার শুরু এবং ছোটদের কবিতা পড়তে শেখা সেই সহজ পাঠকে হাতিয়ার করেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে থাকা দুর্নীতি সহ-একাধিক অভিযোগকে তুলে ধরা হয়েছে ৷

এক কথায় যে সহজ পাঠ দিয়ে বই পড়তে শিখেছে আম বাঙালি সেই সহজ পাঠকে হাতিয়ার করেছে সিপিএম ৷ সেখানে দু’লাইনের কবিতার মাধ্যমে একাধিক ইস্যুকে তুলে ধরা হয়েছে ৷ যেমন লেখা হয়েছে, ‘ছোট খোকা শেখে অ আ, হক কথা সোচ্চারে কওয়া’ ৷

সোশাল মিডিয়ার মাধ্যমেই সহজ পাঠের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা সিপিএমের। সূত্রের খবর সিপিএম ডিজিটাল এর তরফে ‘লেফট ফ্রন্ট ক্রিয়েটিভ টিম’ (Left Front Creative Team) লড়াইয়ের সহজ পাঠ লিখেছে। মূলত, দুর্নীতির বিরুদ্ধেই তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বামদের ডিজিটাল টিম ৷ যেমন, ‘মুঠো হাতে এ ঐ চাকরিটা আনবোই’ ৷ একইভাবে দু’লাইনের সহজ পাঠের কবিতায় লেখা হয়েছে, ‘মা চালায় ডাকাত দল রাজ্যজুড়ে কলরোল’, ‘ট ঠ ড ঢ করে গোল দুর্নীতিকে কাঁধে তোল’ ৷ এমন একাধিক কবিতা সহজ পাঠের আদলে তৈরি করা হয়েছে ৷

এই সহজপাঠ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ারও করেছেন ৷ তিনি ক্যাপশনে লিখেছেন, ‘‘লড়াইয়ের সহজ পাঠ ৷ উৎসবের মরশুমে দিন বদলের বর্ণপরিচয় ৷’’ সেই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন সিপিএম কোনও ইসুকেই ছাড়তে নারাজ ৷ যদিও, উৎসবকে ইস্যু করতে নারাজ সিপিএম কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী ৷ তিনি বলেন, ‘‘সারা বছরই সিপিএম মানুষের হয়ে লড়াই করে ৷ অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেয় ৷ তাই দুর্গোৎসবকে আলাদা করে দেখার কোনও মানে হয় না ৷’’

আরও পড়ুন:সব সরকারের আমলেই রাজানুগ্রহ পেতে চেয়েছেন কিছু শিল্পী: চন্দন সেন

আর এখানেই কেমন যেন বিরোধের ধোঁয়া উঠতে শুরু করেছে সিপিআইএম এর মধ্যে ৷ নয়ত সুজন চক্রবর্তীর মতো সিপিএমের অভিজ্ঞ নেতা রাজ্য সম্পাদকের বিরোধিতা করছেন, এমনটা বামেদের রাজনীতিতে সেভাবে দেখা যায়নি অতীতে ৷ স্বভাবতই এনিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details