কলকাতা, 11 সেপ্টেম্বর: বিধানসভায় শূন্য হলেও, রাজ্যের সিপিআইএম এর গণ অর্থ সংগ্রহে উঠল কয়েক কোটি টাকা (CPIM Mass Fund Collection) ৷ যার কিছুটা অংশ পৌঁছাবে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির কাছে ৷ এই ঘটনায় সিপিআইএমের প্রতি মানুষের সমর্থন নতুন করতে ফিরছে বলে দাবি আলিমুদ্দিন স্ট্রিটের ৷ আর এই দাবির কারণ হিসাবে জানানো হয়েছে, এ বছর সিপিআইএমের টাকা সংগ্রহে মানুষের তরফে তেমন রিফিউজাল ছিল না ৷ সিপিআইএমের জেলা সম্পাদকরা রাজ্য নেতৃত্বকে এমনটাই রিপোর্ট দিয়েছেন ৷
অর্থ সংগ্রহ করতে বেরিয়ে সিপিআইএম কর্মীরা যেখানেই গিয়েছেন, কেউই তাঁদের ফেরাননি ৷ 5, 10, 15 ও 20 টাকা করে প্রায় প্রত্যেকেই দিয়েছেন (CPIM Money Collection) ৷ সবমিলিয়ে রাজ্যজুড়ে কৌটো নেড়ে কয়েক সিপিআইএম কয়েক কোটি টাকা অর্থ সংগ্রহ মুজাফফর আহমেদ ভবন সূত্রে খবর। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ইটিভি ভারতকে বলেন, ‘‘রাজ্যের বিভিন্ন জেলা কমিটিগুলি গণ-অর্থ সংগ্রহ শুরু করেছে ৷ হুগলি আর বর্ধমান মিলিয়ে কোটি টাকা ছাড়িয়ে গেছে ৷ বাকি জেলাগুলিও নিজেদের মতো গণ-অর্থ সংগ্রহ করছে ৷’’
সিপিআইএম সূত্রে খবর, জনসংযোগ বৃদ্ধিতে পঞ্চায়েত নির্বাচনের আগে অর্থ সংগ্রহ শুরু করে সিপিএমের হুগলি, দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলার নেতৃত্ব ৷ তারমধ্যে হুগলি জেলায় প্রায় 50 লক্ষ টাকা উঠেছে ৷ বর্ধমানে তার থেকেও বেশি টাকা তুলেছে সিপিআইএম নেতারা ৷ যদিও এখনও পর্যন্ত মোট কত টাকা সংগ্রহ করা গেছে তার হিসেব রাজ্য সিপিআইএমের কাছে পৌঁছায়নি ৷ এছাড়াও, সারা বছরই জেলা সিপিআইএমের কমিটিগুলি টাকা তোলে সাধারণ মানুষের থেকে ৷