কলকাতা, 21 মে : কাঁটা ঘায়ে নুনের ছিটে । প্যারোডিতেই রাম ধাক্কা । ঋতুচক্র কোথাও বসন্তের ছোঁয়া নেই । কিন্তু বাংলা রাজনীতিতে রয়েছে সিবিআইয়ের (CBI) উত্তাপ । আর এরই মাঝে 'বসন্ত এসে গেছে' ! থুড়ি 'পরেশটা ফেঁসে গেছে' । কটাক্ষ, শ্লেষ ভরা এ প্যারোডির লক্ষ্য যে তৃণমূল, সে কথা বলার অপেক্ষা রাখে না । অবশ্যই পটভূমি নিয়োগ দুর্নীতি । আলিমুদ্দিনের লাল বাড়ি থেকে আরও একটা 'ছোবল' । সিনেমার ডায়লগ হলে হয়তো বলা যেত, 'এক ছোবলে ছবি'... ।
একুশের ব্রিগেড থেকে রেড ভলান্টিয়ারদের উদ্বুদ্ধ করতে বারবারই বাম ছাত্র যুবদের গলায় উঠে এসেছে প্যারোডি । 'টুম্পা সোনা'ই হোক বা বিশ্বকাপের থিম সং-এর আদলে রেড ভলান্টিয়ারদের গান বরাবরই সংবাদের শিরোনামে থেকেছে । এবার নিয়োগ দুর্নীতির পেক্ষাপটে তাদের অস্ত্র পার্থ চট্টোপাধ্যায় ও পরেশ অধিকারীকে নিয়ে শ্লেষাত্মক প্যারোডি (CPIM makes Parody to target Partha-Paresh in SSC Recruitment Scam) ।
'ট্রেনে করে কলকাতা যাবে বলে উঠেছে/মাঝপথে ধুকুপুকু পরেশটা গেছে । তবু ডাকে মিহিদানা সীতাভোগ গোপনে/ টুক করে খেয়ে নেব.../ট্রেন যায় থেমে গেছে, পরেশ তো নেমে গেছে ।’ বোঝাই যাচ্ছে প্রেক্ষাপটা কি । কলকাতা আসার নাম করে বর্ধমানে নেমে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর উধাও হয়ে যাওয়া এখানে উঠে এসেছে ।