কলকাতা, 28 জুন: সর্বসম্মতিতে কলকাতা পৌরনিগমের পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি-র চেয়ারপার্সন নির্বাচিত হলেন 92 নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর মধুছন্দা দেব (CPIM Madhuchhanda Deb Elects as Chairperson of KMC PAC) ৷ পিএসি-র প্রথম বৈঠকে তাঁকে এই পদে নির্বাচিত করেছেন বাকি সদস্যরা ৷ কলকাতা পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায়ের নেতৃত্বে এ দিন বৈঠক হয় ৷ সেখানে ছিলেন পিএসি-র 7 সদস্য। তাঁদের মধ্যে 5 জন তৃণমূল কংগ্রেস, 1 জন বাম এবং 1 জন কংগ্রেস কাউন্সিলর ছিলেন ৷
রীতি মেনে বিরোধী দল থেকে একজনকে পিএসি চেয়ারম্যান করা হয় । সেই রীতি মেনেই তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী বাম কাউন্সিলর মধুছন্দা দেবের নাম প্রস্তাব করেন ৷ সেই নামে সমর্থন জানিয়েছেন বাকি সদস্যরাও ৷ কলকাতা পৌরনিগমের পিএসি-র বাকি সদস্যরা হলেন, তৃণমূলের অসীম বসু, মহম্মদ আবু তারিক, মিতালী সাহা, সঞ্চিতা মিত্র এবং কংগ্রেসের সন্তোষ পাঠক ৷