পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC PAC Chairperson: কেএমসি-র পিএসি চেয়ারপার্সন হলেন বাম কাউন্সিলর মধুছন্দা দেব - Madhuchhanda Deb

কলকাতা পৌরনিগমের পিএসি চেয়ারপার্সন নির্বাচিত হলেন 92 নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর মধুছন্দা দেব (CPIM Madhuchhanda Deb Elects as Chairperson of KMC PAC) ৷ কমিটির সকল সদস্যের সমর্থনে তাঁর নিয়োগে শিলমোহর দিয়েছেন পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায় ৷

CPIM Madhuchhanda Deb Elects as Chairperson of KMC PAC
CPIM Madhuchhanda Deb Elects as Chairperson of KMC PAC

By

Published : Jun 28, 2022, 11:32 AM IST

কলকাতা, 28 জুন: সর্বসম্মতিতে কলকাতা পৌরনিগমের পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি-র চেয়ারপার্সন নির্বাচিত হলেন 92 নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর মধুছন্দা দেব (CPIM Madhuchhanda Deb Elects as Chairperson of KMC PAC) ৷ পিএসি-র প্রথম বৈঠকে তাঁকে এই পদে নির্বাচিত করেছেন বাকি সদস্যরা ৷ কলকাতা পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায়ের নেতৃত্বে এ দিন বৈঠক হয় ৷ সেখানে ছিলেন পিএসি-র 7 সদস্য। তাঁদের মধ্যে 5 জন তৃণমূল কংগ্রেস, 1 জন বাম এবং 1 জন কংগ্রেস কাউন্সিলর ছিলেন ৷

রীতি মেনে বিরোধী দল থেকে একজনকে পিএসি চেয়ারম্যান করা হয় । সেই রীতি মেনেই তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী বাম কাউন্সিলর মধুছন্দা দেবের নাম প্রস্তাব করেন ৷ সেই নামে সমর্থন জানিয়েছেন বাকি সদস্যরাও ৷ কলকাতা পৌরনিগমের পিএসি-র বাকি সদস্যরা হলেন, তৃণমূলের অসীম বসু, মহম্মদ আবু তারিক, মিতালী সাহা, সঞ্চিতা মিত্র এবং কংগ্রেসের সন্তোষ পাঠক ৷

প্রসঙ্গত, গত পিএসি বোর্ডে বিজেপি কাউন্সিলর বাপি ঘোষকে চেয়ারম্যান করা হয়েছিল ৷ কিন্তু, পরে তিনি শাসকদলে যোগ দেন ৷ তবে, পিএসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেননি তিনি ৷ কাউন্সিলর পদেও থেকে গিয়েছিলেন ৷ ফলে দীর্ঘ সময় পিএসি-র বৈঠক হয়নি ৷

আরও পড়ুন:Kolkata Municipal Corporation: নয়া ওয়েবসাইট তৈরির আগে শহরবাসীর পরামর্শ চাইল কলকাতা পৌরনিগম

এ দিন মধুছন্দা দেব বলেন, ‘‘বাকি সদস্যদের সহযোগিতা চাই ৷ প্রতিবারই এই পদে বিরোধী কাউন্সিলর নির্বাচিত হন ৷ এ বার আমি এলাম ৷ সকলে মিলে কাজ করব ৷ কাজ বুঝব, করব ৷ ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করতে হবে ৷’’ এ দিন তাঁকে দলবদলের প্রস্তাব সম্পর্কে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ যার জবাবে তিনি বলেন, ‘‘এত বছরের কাউন্সিলর ৷ আগে বহু প্রস্তাব পেয়েছি ৷ অন্য দলে যায়নি ৷ আর এখন এসব করে কী হবে !’’ তাঁর কথায় মানুষের জন্য কাজ করাটাই আসল ৷ নাকি দলবদল ৷

ABOUT THE AUTHOR

...view details