কলকাতা, 26 জুলাই : এসএসসি দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া কালো ডায়েরি এখন আলোচনার কেন্দ্রেবিন্দুতে । এমনকি ইডি (ED) আধিকারিকরাও ওই কালো ডায়েরিতে কী আছে, তা জানতে হাতের লেখা বিশারদদের দ্বারস্থ হয়েছেন । ফলে, সাধারণ মানুষের মধ্যেও উত্তেজনার শেষ নেই । আর এই কালো ডায়েরির প্রসঙ্গে জিজ্ঞেস করতেই তীব্র কটাক্ষ করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (CPIM Leader Sujan Chakraborty) ।
সুজনের দাবি, "তৃণমূলের তো পুরোটাই কালো । পশ্চিমবাংলায় যা চলছে, তার সবটাই কালো । দুর্নীতি, লুঠ, পাচারের ব্যবস্থা, সবই তো কালো । কালো ডায়েরিতে উনি কী লিখে রেখেছেন, তা আমি জানি না । কোথা থেকে টাকা নিয়েছেন, কোথায় টাকা দেবেন । কী কারণে নিয়েছেন, কী কারণে দেবেন লেখা আছে কি না আমি জানি না । বলতে পারব না ।"