কলকাতা, 2 জুলাই : ভাটপাড়া শুটআউট (Bhatpara Shootout) ও বীরভূম মহম্মদবাজারে বিস্ফোরক উদ্ধারের (Explosive Recovered from Birbhum) ঘটনায় রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (CPIM Leader Sujan Chakraborty) । তাঁর দাবি, রাজ্যে ধারাবাহিকভাবে শুটআউট, বোমা উদ্ধার, তোলাবাজি চলছে । যে কায়দায় চলছে, তা হলিউড কিংবা বলিউডকে হার মানাবে । রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সুজন (CPIM leader Sujan Chakraborty Slams Mamata Govt on Bengal Law-Order Situation) ।
শনিবার সকালে উত্তর 24 পরগনার ভাটপাড়ার 12 নম্বর ওয়ার্ডে সালামউদ্দিন আনসারি ওরফে মুকুল (24) নামে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়েছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 11টা নাগাদ ভাটপাড়ার 12 নম্বর ওয়ার্ডের বাকড় মহল্লায় চায়ের দোকানে বসে ধূমপান করছিলেন মুকুল । সেই সময় আচমকা তাঁকে কয়েক জন ঘিরে ফেলে । তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এলোপাথাড়ি গুলি করা হয় । মুকুলের মাথা এবং শরীরের অন্যত্রও গুলি লাগে । তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ।