কলকাতা, 17 সেপ্টেম্বর : ক্লাস চলাকালীন স্কুলে আচমকা বোমা বিস্ফোরণে টিটাগড়ের স্টেশন সংলগ্ন ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে ছাদ উড়ে গিয়েছে (Titagarh School Blast) । আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্কুলের পড়ুয়া এবং শিক্ষিক-শিক্ষিকাদের মধ্যে । এই ঘটনায় রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন সিপিএম (CPIM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । টিটাগড়ের ঘটনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে তিনি বলেন, "রাজ্য বারুদের স্তূপে দাড়িয়ে আছে, টিটাগড় স্যাম্পেল মাত্র !"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে দায়ী করে সুজন চক্রবর্তী বলেন, "দুর্ভাগ্যজনক এবং হাস্যকর ঘটনা । বিস্ফোরণে ছাদ উড়ে গেল । লাঠি, গুলি, বোমা রাজ্য জুড়ে ভয়ঙ্কর অবস্থা । স্কুল চালু অবস্থায় বিস্ফোরণ ছাদ উড়ে গেল । শুধু খাগড়াগড় নয় । গোটা রাজ্যটায় বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে । টিটাগড় স্যাম্পেল মাত্র ।’’
তিনি আরও বলেন, ‘‘টিটাগড় কেন বলুন ? তৃণমূল (Trinamool Congress)-বিজেপি । বিজেপি (BJP)-তৃণমূল । একশো তে একশো । একটা স্কুল ক্লাস চলাকালীন ছাদ উড়ে গেল । গোটা শিক্ষা ব্যবস্থা সর্বনাশ করা হয়েছে । ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একাই যথেষ্ট ।"