কলকাতা, 29 জুলাই : রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ডক্টরেট ডিগ্রি নিয়ে অনেক আগেই প্রশ্ন উঠেছিল । এসএসসি দুর্নীতি কাণ্ডে (Bengal SSC Scam) পার্থ গ্রেফতার হওয়ার পর সেই প্রশ্ন আরও জোরালো হয়ে উঠেছে । এবং তা নিয়ে তদন্ত করে কড়া পদক্ষেপের দাবি উঠেছে । প্রয়োজনে পিএইচডি ডিগ্রি কেড়ে নেওয়ারও দাবি তোলা হয়েছে ।
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal University) থেকে এই ডক্টরেট ডিগ্রি অর্জন করেন । কিন্তু, মাত্র দু’দিন হাজিরা দিয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে । যেখানে 75 শতাংশ হাজিরা বাধ্যতামূলক । শুধু তাই নয়, থিসিস পেপার লেখার ক্ষেত্রেও জালিয়াতির অভিযোগ উঠেছে । সার্বিকভাবে তাঁর এই ডিগ্রি অর্জনের ক্ষেত্রে কতটা জালিয়াতি হয়েছে, তা তদন্ত করে করে দেখার দাবি করেছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য (CPIM Leader Ashok Bhattacharya) ।