পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CPIM : দুয়ারে সরকারের পালটা এবার সিপিএমের ‘দুয়ারে পাহারায় পাবলিক’ - CPIM Launch Duare Paharay Paublic App to fight against Corruption

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এবার অ্যাপ নিয়ে এল সিপিএম ৷ যে অ্যাপের নাম ‘দুয়ারে পাহারায় পাবলিক’ (CPIM Launch Duare Paharay Paublic App to fight against Corruption) ৷ বুধবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPIM State Secretary Md Salim) ৷

cpim-launch-duare-paharay-paublic-app-to-fight-against-corruption
CPIM : দুয়ারে সরকারের পালটা এবার সিপিএমের ‘দুয়ারে পাহারায় পাবলিক’

By

Published : May 25, 2022, 9:05 PM IST

কলকাতা, 25 মে : দুয়ারে সরকারের পালটা ‘দুয়ারে পাহারায় পাবলিক’ নিয়ে এল রাজ্য সিপিএম (CPIM Launch Duare Paharay Paublic App to fight against Corruption) । বুধবার সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPIM State Secretary Md Salim) ।

সিপিএমের দাবি, রাজ্য জুড়ে বেড়ে চলা দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে, বিশেষ করে শাসক দলের ক্রমবর্ধমান দুর্নীতির যে অভিযোগ উঠছে, তা নিয়ে মানুষকে সচেতন করতেই পাহারায় পাবলিক অ্যাপ কাজ করবে । ইতিমধ্যেই মানুষ এই অ্যাপের মাধ্যমে তাঁদের অভিযোগের কথা জানাতে শুরু করেছেন ।

মহম্মদ সেলিম বলেন, “বামপন্থীদের লড়াই হল মানুষ কেন খেতে পাচ্ছে না । আমরা আজ থেকে সমস্ত কিছু অন্যায়ের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন শুরু করেছি । 31 মে রাস্তায় ধর্না আন্দোলন করব আমরা । জ্বালানির দাম বেড়েছে, যা নিয়ে মানুষ নাজেহাল । গণ পরিবহণের ওপর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই । ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও নিয়ন্ত্রণ নেই । সিনিয়র সিটিজেনের ওপর থেকে কনসেশন তুলে নিল রেল । এইসব নিয়ে কোনও প্রতিবাদ নেই ৷”

তিনি আরও অভিযোগ করেছেন, “প্রথম শুনলাম পাচারের নথি থাকে । সব লোক দেখানো । চাকরি লুঠ হচ্ছে । বিক্রি হয়েছে । যারা ন্যায্য দাবি তুললেন, তাঁরা রাস্তায় । পুলিশের লাঠি তাঁদের উপর পড়ল । নার্সরা আন্দোলন করছে । এই সব আন্দোলনের পাশে আমাদের যুবরা ।”

পাশাপাশি তাঁর কটাক্ষ, সিবিআই দফতরে হাজিরা দিচ্ছেন রাজ্যের দুই মন্ত্রী । শাসক দলের জেলা সভাপতি সিবিআই দফতরের হাজিরা এড়াচ্ছেন । এই নিয়েও কটাক্ষ সিপিএমের রাজ্য সম্পাদকের ।

আরও পড়ুন :Bengal CPM Future Plan : পঞ্চায়েত নির্বাচন পাখির চোখ, আন্দোলনে জোর দেওয়ার কথা সেলিমের মুখে

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details