পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 8, 2022, 5:31 PM IST

ETV Bharat / city

Mohammed Salim on CPIM: তৃণমূল-বিজেপিতে যোগ দেয়নি এমন সমর্থকদের একাকাট্টা করতে উদ্যোগ সিপিআইএম’র

পঞ্চায়েত নির্বাচনে সংগঠন গড়তে এ বারে সাধারণ মানুষের দ্বারস্থ সিপিআইএম (CPIM Initiative to Unite Supporters) ৷ 2011 সালের পর সিপিআইএম থেকে বিমুখ হওয়া লোকজনদের এক করার কাজ করছেন মহম্মদ সেলিম (Mohammed Salim) ৷

CPIM Initiative to Unite Supporters who Did Not Join TMC BJP
CPIM Initiative to Unite Supporters who Did Not Join TMC BJP

কলকাতা, 8 অক্টোবর: নানা কারণে সিপিআইএম থেকে দূরে সরে যাওয়া মানুষজনকে ফের এককাট্টা করতে উদ্যোগী আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনের নেতৃত্ব ৷ সূত্রের খবর, আগামী নভেম্বর মাসে রাজ্যজুড়ে বিশেষ জনসংযোগ কর্মসূচি চালাবে পশ্চিমবঙ্গ সিপিআইএম ৷ রাজ্যে বামফ্রন্ট ক্ষমতাচ্যূত হওয়ার পর যে সব ভোটার তৃণমূল বা বিজেপিতে যোগ দেননি, তাঁদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে (CPIM Initiative to Unite Supporters) ৷ সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim) কয়েকদিন আগেই সেই নির্দেশ দিয়েছেন, বলে খবর ৷ কী সেই নির্দেশ ?

জেলাস্তরের এক নেতার কথায়, ‘‘এই মুহূর্তে সকলের কাছে পৌঁছনোর নির্দেশ দেননি মহম্মদ সেলিম ৷ যে সকল মানুষের সমাজে গ্রহণযোগ্যতা আছে, অতীতে যাঁরা আমাদের পাশে ছিলেন, সঙ্গে ছিলেন, রাজ্যে ক্ষমতা বদলের পরে নানা কারণে দূরে সরে গিয়েছেন ৷ এমন লোকজনকে ফের এককাট্টা করার কথা বলেছেন তিনি ৷’’

রাজ্যে পালা বদলের পর তৃণমূলের বিরুদ্ধে চুরি, দুর্নীতি ও সন্ত্রাসের পরিবেশ তৈরির অভিযোগ উঠেছে ৷ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠেছে ৷ তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও জেলে রয়েছেন ৷ এরকম পরিস্থিতে শাসক দলের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ জমেছে ৷ সেই ক্ষোভকে হাতিয়ারি করে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করছে বঙ্গ সিপিআইএম ৷ তাই, পালা বদলের পর শুধু তৃণমূল-বিজেপিতে যোগ না দেওয়া মানুষজন নয়, যাঁরা কোনও রকম হিংসার সঙ্গে যুক্ত হননি ৷ বরং, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এ বার তাদের ভরসা দিতে এবং ঐক্যবদ্ধ করতে উদ্যোগ নিয়েছে সিপিআইএম ৷

আরও পড়ুন:উৎসবের মরশুমে সোশাল মিডিয়ায় লড়াইয়ের ‘সহজ পাঠ’ সিপিএমের

এ নিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘আমরা বামপন্থীরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় আছি ৷ যখন পঞ্চায়েত নির্বাচন আসবে তখন নির্বাচনেও লড়াই করব ৷ যাঁরা লড়তে চায়, শিরদাঁড়া বিক্রি করে দেবে না, এমন সব মানুষকে ঐক্যবদ্ধ করেই পঞ্চায়েত নির্বাচনে লড়াই করা হবে ৷ আর সেটা বুঝতে পেরেই মমতা বন্দ্যোপাধ্যায় মোদির ভাষায় কথা বলছেন ৷ মোদি নিজেকে চৌকিদার বলেছিলেন ৷ দিদিমণি নিজেকে পাহারাদার বলছেন ৷ অথচ, কারা চুরি করছেন দেশ ও রাজ্যের মানুষ বুঝতে পারছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details