কলকাতা, 23 জানুয়ারি :করোনা আবহে প্রায় দু'বছর ধরে বন্ধ রাজ্যের স্কুল ৷ মাঝে দিনকয়েকের জন্য খুললেও ফের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার ৷ এবার স্কুল খোলা নিয়ে সুর চড়ালো রাজ্য সিপিএম এবং তাদের ছাত্র সংগঠন (CPIM Demands to Restart the Schools in West Bengal) ।
সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘বিরাট সর্বনাশ করে দেওয়া হয়েছে । এরজন্য কয়েকটি প্রজন্মকে ভুগতে হবে । স্কুল অবিলম্বে খুলতে হবে এবং তা স্বাস্থ্যবিধি মেনে করতে হবে । এই দু'বছর ধরে যারা পড়াশোনার সুযোগ পেল না । যাদের স্মার্ট ফোন নেই, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেখানে নেট নেই । তার ফলে ক্ষতি হয়ে গেল । এই শিক্ষাক্ষেত্রে ক্ষতির ভিত্তিপ্রস্তর এরাই তৈরি করে দিয়েছে ।’’