পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিলিগুড়ি কর্পোরেশনে প্রশাসক কে, প্রশ্ন CPI(M)-এ - সূর্যকান্ত মিশ্র

কলকাতা কর্পোরেশনের প্রশাসক বসানোর পর মেয়রকেই সেই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।এই বিষয়ের নীতিগত বিরোধিতা রয়েছে CPI(M)। শিলিগুড়ি কর্পোরেশনের ক্ষেত্রে যদি অশোক ভট্টাচার্য প্রশাসক হিসেবে থাকেন তাহলে দ্বিচারিতা প্রশ্ন উঠবে CPI(M)-এর বিরুদ্ধে। এই বিষয়টি নিয়েই আজ ভোটাভুটি হয়েছে আলিমুদ্দিন স্ট্রিটে।

administrator
সম্পাদকমণ্ডলী

By

Published : May 14, 2020, 12:00 AM IST

কলকাতা,13 মে :ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আজ রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক হল CPI(M)-এর। আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় সদর দপ্তর মুজাফফর আহমেদ ভবনে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কড়েয়ার আবাসনে ছিলেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বাকি রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক সারলেন পার্টির নেতৃত্ব। রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছিল, কোরোনা আতঙ্কের পরিবেশে কাউকে আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় সদরদপ্তরে আসতে হবে না। এরইমধ্যে আলিমুদ্দিন স্ট্রিট ও সংলগ্ন এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।


রাজ্যের এবং দেশের এই কঠিন সময়ে মানুষের পাশে আরও বেশি বেশি করে দাঁড়ানোর জন্য, সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে।শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসক বসানোর নির্দেশিকা রাজ্য সরকার ঘোষণা করলে তখন কী অশোক ভট্টাচার্যকে চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াতে হবে? তা নিয়েই আজ দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে।

ইতিমধ্যেই কলকাতা কর্পোরেশনের প্রশাসক বসানোর পর মেয়রকেই সেই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।এই বিষয়ের নীতিগত বিরোধিতা রয়েছে CPI(M)। শিলিগুড়ি কর্পোরেশনের ক্ষেত্রে যদি অশোক ভট্টাচার্য প্রশাসক হিসেবে থাকেন তাহলে দ্বিচারিতা প্রশ্ন উঠবে CPI(M)-এর বিরুদ্ধে। এই বিষয়টি নিয়েই আজ ভোটাভুটি হয়েছে আলিমুদ্দিন স্ট্রিটে।

সূত্রের খবর, শিলিগুড়ি পৌর নিগম থেকে প্রশাসক হিসেবে অশোক ভট্টাচার্যের সরে দাঁড়ানোর বিষয়টিকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পার্টি রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যরা। যদিও অশোক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য সরকার আগে নোটিফিকেশন জারি করুক। তারপর সিদ্ধান্ত নেবে দল।

ABOUT THE AUTHOR

...view details