পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

গ্যাসের দাম বৃদ্ধি BJP-র উপহার, কটাক্ষ বাম-কংগ্রেসের - Congress

গত দেড় মাসে দ্বিতীয়বার ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করল কেন্দ্র ৷ প্রতিবাদে বাম-কংগ্রেস বিধানসভায় BJP-কে একহাত নেয় ৷ CPIM ও কংগ্রেসের নেতারা কটাক্ষ করেন, ‘‘সাধারণ মানুষের ঘরে আগুন জ্বালাচ্ছে মোদি সরকার ৷’’

CPIM and Congress on gas price hike
পশ্চিমবঙ্গ বিধানসভা

By

Published : Feb 12, 2020, 7:36 PM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি : রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরগরম রাজ্য বিধানসভা ৷ আজ বিধানসভার অধিবেশন কক্ষের বাইরে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ও প্রদেশ কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী BJP-কে এক হাত নেন ৷ দিল্লির নির্বাচনে পরাজয়ের পর BJP সরকারের এটাই প্রথম উপহার বলে কটাক্ষ করেন তাঁরা ৷

রান্নার গ্যাসের দাম ক্রমেই উর্ধ্বমুখী ৷ আজই ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে সিলিন্ডার প্রতি 900 টাকা ৷ যা নিয়ে বিধানসভার অধিবেশন কক্ষ সরগরগরম হয়ে ওঠে ৷ অধিবেশন কক্ষের বাইরে প্রদেশ কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী বলেন, ‘‘BJP দেশের প্রতিটি মানুষের ঘরে রান্নার ব্যবস্থা করবে বলেছিল ৷ কিন্তু গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ঘরে আগুন জ্বালানোর ব্যবস্থা করছে ৷ এই সরকার মানুষকে লুট করে দেশকে বিক্রি করতে এসেছে ৷ এভাবে চলতে দেওয়া যায় না ৷ প্রত্যেককে এই সরকারের বিরুদ্ধে একজোট হতে হবে৷’’

কংগ্রেসের পাশাপাশি বামেরাও গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরব হয় ৷ বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘দিল্লির নির্বাচনে পরাজয়ের পর BJP মানুষকে উপহার হিসেবে গ্যাসের দাম বৃদ্ধি করেছে ৷ এই সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর গ্যাসের দাম 420 টাকা ছিল ৷ এখন 900 টাকা হল, যা দ্বিগুণেরও বেশি ৷ এর বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করবেই ৷’’

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরগরম বিধানসভা

প্রায় দেড় মাসের মধ্যে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ৷ কলকাতায় সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বাড়ছে 149 টাকা ৷ দিল্লিতে বাড়ছে 144.50 টাকা ৷ মুম্বই ও চেন্নাইতে বাড়ছে যথাক্রমে 145 ও 147 টাকা ৷ অর্থাৎ এরপর থেকে কলকাতায় গ্রাহকদের সিলিন্ডারপিছু দিতে হবে 896 টাকা, যা আগে ছিল 747 টাকা ৷ দিল্লিবাসীকে দিতে হবে 858.50 টাকা, আগে দিতে হত 714 টাকা ৷ চেন্নাইয়ের গ্রাহকদের দিতে হবে 881 টাকা, যা আগে ছিল 734 টাকা ৷ মুম্বই শহরে ভরতুকিহীন গ্যাসের জন্য আজ থেকে দিতে হবে 829.50 টাকা, আগে দিতে হত 684.50 টাকা ৷

ABOUT THE AUTHOR

...view details