কলকাতা, 15 জানুয়ারি : অবিলম্বে বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়ে সিইএসসির সদর দপ্তর ভিক্টোরিয়া হাউজের সামনে বিক্ষোভ দেখাল কলকাতা জেলা সিপিআইএম । রাজ্য সরকার মদত দিচ্ছে বেসরকারি বিদ্যুৎ সংস্থাকে । এই অভিযোগে আজ, শুক্রবার এই বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসের সামনে বিক্ষোভ দেখায় কলকাতা জেলা সিপিআইএম । নেতৃত্ব দেন কনীনিকা ঘোষ ।
সিইএসসি-র অস্বাভাবিক বিদ্যুৎ মাশুল প্রত্যাহার, ইউনিট পিছু বিদ্যুতের দাম স্থায়ীভাবে কমানো, লকডাউন পর্বে অর্থাৎ 2020 সালের এপ্রিল-জুন মাসে 200 ইউনিটের কম ব্যবহারকারীদের বিদ্যুৎ বিল ছাড় দেওয়া-সহ একাধিক দাবি এদিন সিপিআইএমের তরফে জানানো হয় ৷ মহাজাতি সদন, সুবোধ মল্লিক স্কোয়ার এবং নেলসন ম্যান্ডেলা পার্ক থেকে মিছিল করে সিপিআইএম কর্মীরা জমায়েত হয় ভিক্টোরিয়া হাউজের সামনে ।