পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জীবন-জীবিকার দাবিতে সপ্তাহব্যাপী CPI(M)-এর প্রতিবাদ - কলকাতা

কর্ম সংস্থানের জন্য দেশজুড়ে প্রতিবাদ বামফ্রন্টের ৷

ছবি
ছবি

By

Published : Aug 22, 2020, 8:04 PM IST

কলকাতা, 22 অগাস্ট : কোরোনা পরিস্থিতিতে দেশজুড়ে প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়েছেন ৷ সেই কারণে মানুষের জীবন-জীবিকার দাবিতে শুরু হয়েছে CPI(M)-এর প্রতিবাদ সপ্তাহ ৷ রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে ৷ এই বিষয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, এই সংক্রান্ত সুনির্দিষ্ট ১৬ টি দাবি উত্থাপন করেই প্রতিবাদের পথে যাবে CPI(M)।

দাবিগুলির মধ্যে থাকবে আগামী ছয় মাস আয়কর দেয় না এমন পরিবারকে মাসিক নগদ 7 হাজার 500 টাকা দিতে হবে । যাঁদের প্রয়োজন তাঁদের মাথাপিছু 10 কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে দিতে হবে । বর্ধিত মজুরি সহ 100 দিনের কাজ 200 দিন করতে হবে । শহরাঞ্চলে কর্মসংস্থান নিশ্চয়তা আইন চালু করার পাশাপাশি, বেকার ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে CPI(M)-র পক্ষ থেকে । আন্তঃরাজ্য পরিযায়ী শ্রমিক আইন প্রত্যাহার করার পরিবর্তে সংশ্লিষ্ট আইনটিকে আরও শক্তিশালী করার দাবি জানানো হয়েছে ।

স্বাস্থ্যখাতে কেন্দ্রীয় বরাদ্দ আরও বৃদ্ধি করতে হবে বলে দাবি জানানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে । পাশাপাশি অত্যাবশ্যকীয় পণ্য আইন এবং শ্রম আইন শিথিলের উদ্যোগ বন্ধ করার দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে । রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বিশেষ করে রেল-বিদ্যুতে পেট্রোলিয়াম কয়লা ব্যাঙ্ক-বীমা প্রতিরক্ষা উৎপাদনে বেসরকারিকরণ বন্ধ করতে হবে । প্রধানমন্ত্রী বিরুদ্ধে অভিযোগ এনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দাবি করেন, প্রধানমন্ত্রীর নামে বেসরকারি ট্রাস্টের সংগৃহীত অর্থ রাজ্যগুলিকে হস্তান্তর করতে হবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details