কলকাতা,20 জুন :আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্য কম হওয়া সত্ত্বেও পেট্রল-ডিজ়েলের দাম বাড়ছে কেন ? আজ এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাল CPI(M) ৷ পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিকেল বেলায় ইন্ডিয়ান অয়েলের প্রধান সদর দপ্তরের সামনে কলকাতার ঢাকুরিয়াতে বিক্ষোভ মিছিল করে CPI(M)-র কলকাতা জেলা কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালে পাল্লা দিয়ে বেড়েছে পেট্রল-ডিজ়েলের মূল্য। গত কয়েক দিনে বিশ্ববাজারে যখন জ্বালানির দাম কমছে ,তখন এদেশে নজিরবিহীনভাবে বেড়েছে জ্বালানির দাম। মধ্যবিত্ত মানুষের সমস্যা বেড়েছে নরেন্দ্র মোদির শাসনকালে। অভিযোগ CPI(M) কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর দেবের।
অবিলম্বে পেট্রল-ডিজ়েলের দাম কমাতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকারকে পেট্রল-ডিজেলের উপর বাড়তি সেস প্রত্যাহার করার দাবি জানিয়েছে CPI(M) কলকাতা জেলা কমিটি। অস্বাভাবিক ভাবে পেট্রল, ডিজ়েলের মূল্যবৃদ্ধি হওয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ঘটেছে। বিপন্ন রাজ্যের গরিব মানুষ, সাধারণ মধ্যবিত্তও। চলতি বছর রেকর্ড পরিমাণ বেড়েছে জ্বালানির দাম।
পেট্রল-ডিজ়েলের দাম বৃদ্ধির প্রতিবাদে CPI(M)-এর বিক্ষোভ - পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি
পেট্রল-ডিজ়েলের দাম বাড়ার ফলে আজ ইন্ডিয়ান অয়েলের প্রধান সদর দপ্তরের সামনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল CPI(M) ৷
CPI(M) -এর বিক্ষোভ
CPI(M) নেতা প্রবীর দেব বলেন," লাগাতার আন্দোলনের ফলে কেন্দ্রীয় সরকার যদি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে দেশজুড়ে জঙ্গি আন্দোলন হবে। নির্বাচনের আগে নরেন্দ্র মোদি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়ার পরে সেগুলো সব ভুলে গেলেন। সাধারণ মানুষের কথা চিন্তা না করে, আদানি আম্বানি এবং কর্পোরেট সংস্থাকে লাভবান করার জন্য প্রধানমন্ত্রী উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের মানুষকে বিপদে ফেলেছেন।"