পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্য - রাজ্যপাল একই পথের পথিক, কটাক্ষ সেলিমের - Amphan related news

রাজ্যপাল এবং রাজ্যের সম্পর্ক নিয়ে কড়া সমালোচনা করলেন মহম্মদ সেলিম । রাজ্য-রাজ্যপালের সংঘাত আগে থেকে সাজানো বলেও কটাক্ষ করেন তিনি । পাশাপাশি কোরোনা মোকাবিলায় রাজ্যের ভূমিকা নিয়ে সমালোচনা করেন ।

Selim
Selim

By

Published : Jun 4, 2020, 4:12 PM IST

রাজ্য - রাজ্যপাল একই পথের পথিক,কটাক্ষ সেলিমের

কলকাতা, 4জুন : রাজ্যপাল এবং রাজ্য সরকারসম্পর্কের কড়া সমালোচনা করলেনCPI(M)পলিটবুরো সদস্য মহম্মদ সেলিম । আসলেরাজ্য ও রাজ্যপাল জগদীপ ধনকড় একই পথের পথিক । মানুষের এই চূড়ান্ত বিপদের সময়ওমুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল নিজেদের সমস্যা-তর্ক নিয়ে ব্যস্ত থাকলেন । আসলে এই সবইসাজানো বলে অভিযোগ করেন মহম্মদ সেলিম ।

রাজ্যও রাজ্যপাল গ্রিন রুমে সমঝোতা করেন । এবং সংবাদ মাধ্যমের সামনে তর্ক ও সংঘাতপ্রকাশ করেন । মহম্মদ সেলিম বলেন, “রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সম্পর্কে এবং রাজ্য সরকারের সম্পর্কেইতিবাচক মন্তব্য করছেন । এটা খুব স্বাভাবিক । ভাইফোঁটা এবং কালী পুজোর সময় ভাইবোনের সুসম্পর্ক উথলে ওঠে,তারাজ্যবাসী জানেন ।

কোরোনা মোকাবিলায় কেরালাসরকারের ভূমিকার কথাও টেনে আনেন মহম্মদ সেলিম । কেরালায় ইতিমধ্যেই পরীক্ষার্থীদেরপরীক্ষা নেওয়া হয়েছে । শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ । এইদিকে কেন এখনও পশ্চিমবঙ্গেপরীক্ষা শুরু হল না সেই নিয়েও প্রশ্ন তোলন । প্রতি খাতে খাতে রাজ্য সরকারেরব্যর্থতার দিকেই আঙুল তুলে সমালোচনা করেন তিনি । সেলিম বলেন, “কোরোনা ভাইরাস মোকাবিলায় সফলভাবেএগিয়ে কেরালা । শিক্ষাবর্ষ শুরু করেছে কেরালা সরকার । পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নিয়োগে কেন্দ্র এবং রাজ্য একে অপরেরস্বজনপোষণ করতে চাইছে ‌। বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি নিয়ে কোনও কথা বলছে নারাজ্য ও রাজ্যপাল । রাজ্যের শিক্ষামন্ত্রী শাসক দলের ব্যানারে পরীক্ষার নির্ঘণ্টঘোষণা করেন । ঠিক যেভাবেBJPসরকারিকাজে দলীয় প্রতীক ব্যবহার করে ।

আমফান ক্ষতিগ্রস্ত মানুষের কথাভাবে না রাজভবন । কোরোনা মোকাবিলায়ও রাজভবনের কোনও ভূমিকা নেই বলে অভিযোগ করেনসেলিম । তিনি বলেন,মাঝে মাঝে রাজ্যপাল রাজভবনে সার্কাস দেখান । অন্যদিকে কেন্দ্রীয় অমিত শাহনিরন্ন কর্মহীন মানুষের সামনে দাঁড়িয়ে ভোটের রাজনীতি করছেন বলে অভিযোগ করেনসেলিম ।

ABOUT THE AUTHOR

...view details