পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভোটের আগে বড় দায়িত্ব সুশান্ত ঘোষকে

আবার স্বমহিমায় ফিরছেন একদা নির্বাসিত CPI(M)  নেতা সুশান্ত ঘোষ। তাঁকে দলের পক্ষে পশ্চিমাঞ্চল এবং রাজ্যের সাতটি জেলার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ৷

Sushant Ghosh
বড় দায়িত্ব সুশান্ত ঘোষকে

By

Published : Nov 23, 2020, 10:59 PM IST

কলকাতা, 23 নভেম্বর: নির্বাচনের আগেই বড় দায়িত্ব দেওয়া হচ্ছে বামফ্রন্ট মন্ত্রিসভার প্রাক্তন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুশান্ত ঘোষকে। সম্প্রতি আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন একদা নির্বাসিত CPI(M) নেতা সুশান্ত ঘোষ।

বড় দায়িত্ব সুশান্ত ঘোষকে
পার্টি নেতৃত্বের সমালোচনা করে ক্ষোভের মুখে পড়েছিলেন সুশান্ত ঘোষ। প্রথমে তাকে শোকজ় করা হয়। সন্তোষজনক উত্তর না মেলায় তাঁকে সাসপেন্ড করা হয় তিন মাসের জন্য। যদিও সুশান্ত ঘোষ জানিয়েছিলেন, তিনি CPI(M-র অনুগত কর্মী। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমাঞ্চল এবং রাজ্যের সাতটি জেলার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে সুশান্ত ঘোষকে।

দীর্ঘদিন এলাকায় ঢুকতে পারেননি সুশান্ত ঘোষ। আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে এসে তিনি জানালেন, সব সময় তিনি ভালোই থাকেন। আগামী মাসের মাঝামাঝি তিনি গড়বেতা যাবেন। বিধানসভা নির্বাচনের আগে ফের স্বমহিমায় প্রচারে নামবেন সুশান্ত ঘোষ। অতীতেও একবার মন্ত্রী থাকাকালীন দলের সঙ্গে মনোমালিন্য হওয়ায় মহাকরণে বসেই সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার। রাজ্য CPI(M)-র শীর্ষ নেতৃত্বের নির্দেশে সেদিন পদত্যাগ করতে পারেননি সুশান্ত ঘোষ। সে সব এখন অতীত। CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র আদালতের যাবতীয় নথি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গলমহল সহ বিস্তীর্ণ এলাকায় দলের হয়ে কাজ করবেন বামফ্রন্ট মন্ত্রিসভার প্রাক্তন এই মন্ত্রী।


ABOUT THE AUTHOR

...view details