পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কেজরিওয়ালের দিল্লি জয়ে খুশি রাজ্য বাম-কংগ্রেস - বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী

দিল্লিতে আম আদমি পার্টির বিপুল জয়ের পর BJP-কে আক্রমণ করলেন বাম ও কংগ্রেসের রাজ্য নেতারা । BJP কৃতকর্মের ফল পাচ্ছে বলে তাঁরা আক্রমণ করেন ।

Cpim cong
রাজ্য বাম-কংগ্রেস

By

Published : Feb 11, 2020, 4:14 PM IST

Updated : Feb 11, 2020, 5:04 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি : দিল্লির নির্বাচনে BJP ধরাশায়ী হওয়ায় খুশি রাজ্যের বাম ও কংগ্রেস নেতারা ৷ বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে আশার আলো দেখছেন তাঁরা ।

রাজ্য কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী বলেন, BJP-র কৃতকর্মের ফলই প্রকাশ পাচ্ছে ৷ তাঁর কথায়, ‘‘BJP-র শেষের সেদিন আসন্ন ৷ BJP-কে মানুষ ভরসা করে ক্ষমতায় এনেছিল । সেখানে BJP দেশের মানুষের সঙ্গে গদ্দারি করেছে ৷ একের পর এক ভারতীয় সম্পদ বেচে দিচ্ছে ৷ নোটবাতিল, অর্থনীতিকে তলানিতে পৌছে দিয়েছে তারা ৷’’

অন্যদিকে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী দিল্লির মানুষকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘‘ ধর্মের নামে BJP মানুষের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করছে ৷ মানুষ এই বিভাজনের রাজনীতি মানবে না ৷ দিল্লির মানুষকে অভিনন্দন জানাচ্ছি যে তারা BJP কে পরিত্যাগ করেছে ৷"

Last Updated : Feb 11, 2020, 5:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details