পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কেন কমছে না পিঁয়াজের দাম? মাঠে নামলেন নগরপাল

আজ মাঠে নামলেন নগরপাল অনুজ শর্মা । হাজির হলেন পোস্তায় পিঁয়াজের গোডাউনে । সরেজমিনে খতিয়ে দেখলেন মজুতদারি ।

CP of Kolkata at Posta Market
নগরপাল অনুজ শর্মা

By

Published : Dec 10, 2019, 5:50 PM IST

Updated : Dec 10, 2019, 10:22 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর : অগ্নিমূল্য বাজারদর । পিঁয়াজের দাম প্রভাব ফেলেছে মধ্যবিত্তের হেঁশেলে । এই সময় ফড়ে আর কালোবাজারিরা সক্রিয় নেই তো? বিষয়টি ভাবাচ্ছে প্রশাসনকে । আর তাই গতকাল মুখ্যমন্ত্রী গেছিলেন যদুবাবুর বাজার পরিদর্শনে । তিনি কথা বলেন খুচরো এবং পাইকারি বিক্রেতাদের সঙ্গে । আর আজ মাঠে নামলেন নগরপাল অনুজ শর্মা । হাজির হলেন পোস্তায় পিঁয়াজের গোডাউনে । সরেজমিনে খতিয়ে দেখলেন মজুতদারি ।

গতকাল যদুবাবুর বাজারে গিয়ে মুখ্যমন্ত্রী শুনেছিলেন পিঁয়াজ আসে পোস্তা বাজার থেকে । সেখানকার গোডাউন থেকেই কলকাতার বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়ে পিঁয়াজ । বিষয়টি মুখ্যমন্ত্রীর নোটবুকে উঠে গেছিল । আর তারপরই সক্রিয় হলেন পুলিশ কমিশনার । তিনি গেলেন পোস্তায় । কথা বলেন সেখানকার পিঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে । খতিয়ে দেখেন কেউ বেআইনিভাবে পিঁয়াজ মজুত করছে কি না । পরে দুপুর সাড়ে বারোটা নাগাদ তিনি যান শিয়ালদা কোলে মার্কেটে । সেখানেও তিনি কথা বলেন পিঁয়াজ বিক্রেতাদের সঙ্গে ।

দেখুন ভিডিয়ো...

শুধু কলকাতার নগরপাল নন, জেলায় জেলায় সক্রিয় হয়েছে প্রশাসন । আজ উত্তর এবং দক্ষিণ 24 পরগনার জেলাশাসক হঠাৎ হাজির হন বাজারে । তাঁরাও খতিয়ে দেখেন পরিস্থিতি ‌। প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের বেঁধে দেওয়া 59 টাকা কেজি দরে পিঁয়াজ রাজ্যে বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আর কলকাতায় সুফল বাংলা স্টলের পাশাপাশি 150 টি গাড়ি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করেছে পিঁয়াজ ৷

Last Updated : Dec 10, 2019, 10:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details