পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লকডাউনের বাস্তব ছবিটা ঠিক কী ? খতিয়ে দেখতে পথে নগরপাল - লকডাউন

অনেকে লকডাউন মানছেন না বলে অভিযোগ আসেছে ৷ তা খতিয়ে দেখতে পথে নামলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা ।

CP Anuj Sharma on kolkata street during lock down
অনুজ শর্মা

By

Published : Mar 31, 2020, 2:44 PM IST

Updated : Mar 31, 2020, 3:01 PM IST

কলকাতা, 31 মার্চ : লকডাউন চলাকালীন শহরবাসীর সঙ্গে রীতিমতো বন্ধুর মতো আচরণ করছে কলকাতা পুলিশ । কিছু ব্যতিক্রমী ঘটনা বাদ দিলে কলকাতা পুলিশের প্রশংসা করেছেন অনেকেই । এদিকে একাধিক জায়গা থেকে পুলিশের কাছে বেশকিছু অভিযোগ এসেছে । অভিযোগ, লকডাউন না মেনে অনেকেই শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন । বাস্তব চিত্রটা কি তাই? সরেজমিনে খতিয়ে দেখতে পথে নামলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা ।

লকডাউন ঘোষণার পর অপ্রয়োজনে ঘরের বাইরে বেরোতে দেখলেই লাঠি নিয়ে তেড়ে যেতে দেখা গেছে পুলিশকে । দু-এক জায়গায় লাঠিচার্জের ঘটনাও ঘটেছে । তার সমালোচনা করেছেন অনেকেই । রাজ্যজুড়ে পুলিশের আচরণ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ এসেছে । কয়েকজন পুলিশকর্মীকে সাসপেন্ডও করা হয় । তারপর থেকেই পুলিশ লাঠি ছেড়ে হাতজোড় করে মানুষকে বোঝানোর চেষ্টা করছে । পাশাপাশি যে কোনও সমস্যায় শহরবাসীর পাশে দাঁড়িয়েছে পুলিশ ।

পুলিশের পক্ষ থেকে পথ কুকুরদেরও খাওয়ানো হচ্ছে । পুলিশ নরম মনোভাব নেওয়ার পর অন্য অভিযোগ উঠতে শুরু করেছে । বলা হচ্ছে, পুলিশের নরম মনোভাবের জন্যই শহরে লকডাউন মানছে না অনেকে । বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে আজ শহরের রাস্তায় বের হন পুলিশ কমিশনার অনুজ শর্মা । হাজরা, গড়িয়াহাট সহ একাধিক জায়গা ঘুরে দেখেন তিনি । কথা বলেন কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে ।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মানুষ লকডাউন সম্পর্কে সচেতন হচ্ছেন । সাধারণ মানুষ সরকারের ডাকা সাড়া দিয়েছে ৷’’ তবে এখনও কিছু মানুষ যে লকডাউন ভাঙছেন তা তাঁর কথা থেকেই স্পষ্ট । সেই বিষয়ে অনুজ শর্মা বলেন, “পুলিশ সবাইকে বোঝানোর চেষ্টা করছে । বুঝিয়েই মানুষকে লকডাউন সফল করার চেষ্টা করা হচ্ছে । যারা একেবারেই মানছে না তাদের গ্রেপ্তার করা হচ্ছে ।’’

শহরের হালহকিকত খতিয়ে দেখলেন কমিশনার
Last Updated : Mar 31, 2020, 3:01 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details