কলকাতা, 31 মার্চ : লকডাউন চলাকালীন শহরবাসীর সঙ্গে রীতিমতো বন্ধুর মতো আচরণ করছে কলকাতা পুলিশ । কিছু ব্যতিক্রমী ঘটনা বাদ দিলে কলকাতা পুলিশের প্রশংসা করেছেন অনেকেই । এদিকে একাধিক জায়গা থেকে পুলিশের কাছে বেশকিছু অভিযোগ এসেছে । অভিযোগ, লকডাউন না মেনে অনেকেই শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন । বাস্তব চিত্রটা কি তাই? সরেজমিনে খতিয়ে দেখতে পথে নামলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা ।
লকডাউন ঘোষণার পর অপ্রয়োজনে ঘরের বাইরে বেরোতে দেখলেই লাঠি নিয়ে তেড়ে যেতে দেখা গেছে পুলিশকে । দু-এক জায়গায় লাঠিচার্জের ঘটনাও ঘটেছে । তার সমালোচনা করেছেন অনেকেই । রাজ্যজুড়ে পুলিশের আচরণ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ এসেছে । কয়েকজন পুলিশকর্মীকে সাসপেন্ডও করা হয় । তারপর থেকেই পুলিশ লাঠি ছেড়ে হাতজোড় করে মানুষকে বোঝানোর চেষ্টা করছে । পাশাপাশি যে কোনও সমস্যায় শহরবাসীর পাশে দাঁড়িয়েছে পুলিশ ।