পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Covid Vaccination for children begins: স্কুলে ফেরার আশায় টিকাকেন্দ্রে 15-18, বাংলা-সহ সারা দেশে শুরু অভিযান - Covid Vaccination begins for children aged 15 18 years

বাংলা-সহ সারা দেশে 15-18 বছর বয়সিদের টিকাকরণ (Covid Vaccination for children begins) অভিযান শুরু হয়ে গেল ৷ উৎসাহের সঙ্গে টিকা গ্রহণ করছে পড়ুয়ারা ৷

covid-vaccination-begins-for-children-aged-15-18-years-in-bengal-and-other-states
স্কুলে ফেরার আশায় টিকাকেন্দ্রে 15-18, বাংলা-সহ গোটা দেশে শুরু অভিযান

By

Published : Jan 3, 2022, 12:15 PM IST

কলকাতা, 3 জানুয়ারি: কোভিডকে যুঝতে শুরু হয়ে গেল শিশুদের টিকাকরণ (Covid Vaccination for children begins)৷ নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে বাংলা-সহ দেশের অন্যান্য রাজ্যে 15 থেকে 18 বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়েছে ৷ কলকাতা পৌরসভার 16টি বরোর 16টি স্কুল সংক্রমণমুক্ত করে টিকাকরণ অভিযানের আলাদা আলাদা শিবির তৈরি করা হয়েছে ৷ দেশজুড়ে 8 লাখেরও বেশি কিশোর-কিশোরী সরকারি কো-উইন পোর্টালে কোভ্যাক্সিন টিকার জন্য নাম নথিভুক্ত করেছে ৷

আজ সকালে বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল, টাউন স্কুল, বেথুন কলেজিয়েট স্কুল, শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, চেতলা গার্লস হাইস্কুল, সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যালয়-সহ বিভিন্ন স্কুলে পড়ুয়াদের টিকাকরণ (Covid Vaccination begins for children aged 15-18 years) শুরু হয়েছে ৷ তার আগেই স্কুলগুলিকে সংক্রমণমুক্ত করা হয়েছে ৷ মেনে চলা হচ্ছে কোভিড বিধি ৷

আরও পড়ুন:COVID 19 Vaccination: 15 বছরের ঊর্ধ্বে আজ থেকেই শুরু ভ্যাকসিনেশন

চেতলা গার্লস স্কুলের (Vaccination begins for children aged 15-18 years at Chetla Girls High School) শিক্ষিকা জানিয়েছেন, "আমরা ছাত্রছাত্রীদের সচেতন করার চেষ্টা করছি ৷ বাচ্চারাও টিকা নেওয়ার জন্য বেশ আত্মবিশ্বাসী ৷ যাতে শিগগিরই তারা স্কুলে ফিরতে পারে ৷" কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করে আধার কার্ড বা স্কুল সার্টিফিকেট দেখিয়ে টিকা নিতে পারবে পড়ুয়ারা ৷

বাংলা ছাড়াও দিল্লি, অসম, কেরালা, মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শুরু হয়েছে শিশুদের টিকাকরণ ৷ 1 জানুয়ারি 2022 থেকে কো-উইন অ্যাপে অথবা টিকাকরণ কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৷ 2007 সাল বা তার আগে যাদের জন্ম তারা টিকা নিতে পারবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে ৷ টিকাকরণ কেন্দ্রগুলিতে মেনে চলতে হবে কোভিডবিধি ৷ টিকা দেওয়ার পর আধঘণ্টা পর্যবেক্ষণ করা হবে ৷ প্রথম টিকা নেওয়ার 28 দিন পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে ৷

আরও পড়ুন:Covid Vaccination for 15 to 18 Age Group : কোউইনে নাম লেখাল 3.5 লক্ষেরও বেশি কিশোর-কিশোরী, কাল থেকে টিকাকরণ

ABOUT THE AUTHOR

...view details