কলকাতা, 2 জুন : হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ কোভিড জয় করেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৷ তবে তিনি এখনই বাড়ি ফিরছেন না ৷ তাঁকে আপাতত রাখা হবে একটি সেফ হোমে ৷
কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও করোনা আক্রান্ত হন ৷ মীরাদেবীকে হাসপাতালে ভর্তি করা হলেও বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা বাড়িতেই চলছিল ৷ পরে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷
তার পর থেকে তাঁর চিকিৎসা চলছিল ওই বেসরকারি হাসপাতালে ৷ বুধবার কোভিড সারার পর তাঁকে ছুটি দেওয়া হল ৷ চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আপাতত সুস্থ ৷ তাঁকে ওরাল মেডিসিন দেওয়া হয়েছে ৷ অক্সিজেন চলবে ৷ তবে তার মাত্রা অনেকটা কম থাকবে ৷